এক্সপ্লোর
Advertisement
‘বাঁচবে অর্থ-সময়’, এক দেশ, এক ভোটই চাই, ফের সওয়াল মোদির | Modi Pitches for One nation, One Election
‘লোকসভা, বিধানসভা হোক বা পঞ্চায়েত নির্বাচন আমাদের একটাই ভোটার তালিকাও তৈরি করা দরকার। এখন প্রত্যেক ভোটের জন্য আলাদা আলাদা ভোটার তালিকা রয়েছে। কেন আমরা অপ্রয়োজন অর্থ নষ্ট করছি, কেনই বা বাজে সময় ব্যয় করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আর ভিন্ন ভিন্ন তালিকার কোনও দরকার নেই।’
নয়াদিল্লি: ভারতের বর্তমান নির্বাচন কাঠামোতে নষ্ট হচ্ছে প্রচুর অর্থ। হচ্ছে অপ্রয়োজনীয় সময় নষ্টও। এক দেশ, এক নির্বাচন চালু করার পক্ষে ফের জোরালো সওয়াল করে এমনই যুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্সদের কনফারেন্সে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। যেখানে ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন, ‘এক দেশ, এক নির্বাচন নিয়ে এখন আর তর্কের অবকাশই নেই। গোটা ভারতজুড়ে কয়েকমাস অন্তর বিভিন্ন রকম ভোট চলে। যেটা আখেরে দেশের প্রগতিতে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।‘
প্রিসাইডিং অফিসারদের বিষয়টা নিয়ে মাথা ঘামাতে বলে কেন তিনি এক দেশ, এক নির্বাচন চাইছেন সেটাও জানান নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জোড়েন, ‘লোকসভা, বিধানসভা হোক বা পঞ্চায়েত নির্বাচন আমাদের একটাই ভোটার তালিকাও তৈরি করা দরকার। এখন প্রত্যেক ভোটের জন্য আলাদা আলাদা ভোটার তালিকা রয়েছে। কেন আমরা অপ্রয়োজন অর্থ নষ্ট করছি, কেনই বা বাজে সময় ব্যয় করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আর ভিন্ন ভিন্ন তালিকার কোনও দরকার নেই।’
এক দেশ, এক নির্বাচন নিয়ে আগেও সওয়াল করেছিলেন নরেন্দ্র মোদি। যদিও দেশের বিরোধী দলগুলি যে প্রস্তাবে নিমরাজি। এদিকে, সংবিধান দিবসের দিনেই মোদির প্রস্তাব, সাধারণ মানুষকে সহজ করে দেশের সংবিধান বোঝানোর দায়িত্ব নিতে হবে। মহাত্মা গান্ধির পথ অনুসরণ করে দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে হবে, মৌলিক দায়িত্ব পালনের কথাগুলো। মৌলিক দায়িত্ব পালন করা গেলেই সেই পথ ধরে মৌলিক অধিকারও মানুষের দোরগোড়ায় ধরা দেবে বলেও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement