‘আত্মনির্ভর ভারত গড়াই লক্ষ্য, ইন্ডিয়া আইডিয়াস সামিটে প্রধানমন্ত্রী

ইন্ডিয়া আইডিয়াস সামিট আয়োজন করছে মার্কিন-ভারত বিজনেস কাউন্সিল। এ বছর কাউন্সিল গঠনের ৪৫ তম বর্ষপূর্তি। এবারের ইন্ডিয়া আইডিয়াস সামিটের থিম উজ্জ্বল একটি ভবিষ্যত গড়ে তোলা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Jul 2020 09:41 PM
প্রধানমন্ত্রী বলেন, ভারতে শক্তিক্ষেত্রে লগ্নির বিপুল সম্ভাবনা রয়েছে। মার্কিন কোম্পানিগুলির কাছে এই ক্ষেত্রে লগ্নির ভালো সুযোগ রয়েছে। তিনি বলেছেন, যখন বাজার উন্মুক্ত, সুযোগ প্রচুর, একাধিক বিকল্প থাকে, তখন আশাবাদ পিছনে থাকতে পারে না। ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রেটিংয়ে ভারত উন্নতি করেছে। বিশেষ করে বিশ্বব্যাঙ্কের ইজ অফ ডুয়িং বিজনেস।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশে প্রতিবছরই প্রত্যক্ষ বিদেশী লগ্নির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ২০১৯-২০ তে ভারতে এফডিআই ছিল ৭৪ বিলিয়ন। এর আগের বছরের তুলনায় যা ২০ শতাংশ বেশি।
তিনি বলেন, ৫ জি, বিগ ডেটা অ্যানালিক্স, কোয়ান্টাম, কম্পিউটিং, ব্লক-চেন ও ইন্টারনেটের মতো প্রযুক্তির ক্ষেত্রে লগ্নির সুযোগ রয়েছে।
অর্থ ও বিমা ক্ষেত্রে মার্কিন লগ্নিকারীদের বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিমায় এফডিআই-এর সীমা ৪৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রও লগ্নির উপযুক্ত জায়গা। প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নি (এফডিআই)-এর উর্দ্ধসীমা বাড়ানো হচ্ছে। প্রতিরক্ষা সরঞ্জাম ও প্ল্যাটফর্ম উত্পাদনে উত্সাহ দিতে ভারত দুটি ডিফেন্স করিডোর স্থাপন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ভারত স্বাস্থ্যক্ষেত্রে লগ্নির আমন্ত্রণ জানাচ্ছে। ভারতে স্বাস্থ্যক্ষেত্র প্রতি বছর ২২ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে। মেডিক্যাল প্রযুক্তি, টেলিমেডিসিন ও ডায়গনোস্টিকসের ক্ষেত্রে ভারতের কোম্পানিগুলির অগ্রগতি ঘটছে।
ইন্ডিয়া আইডিয়াস সামিটে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘আরও উন্নত ভবিষ্যৎ চায় বিশ্ব।উন্নয়নে নজর রাখতে হবে গরিবদের ওপর।আত্মনির্ভর ভারত গড়াই লক্ষ্য।ভারতে ৫০ কোটি মানুষ। ইন্টারনেট ব্যবহার করেন।লগ্নির উপযুক্ত জায়গা ভারত’

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ রাত ৯ টায় ইন্ডিয়া আইডিয়াস সামিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন-ভারত বিজনেস কাউন্সিল (ইউএসআইবিসি) আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনুষ্ঠানে তিনি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার ক্ষেত্রে তাঁর মতামত জানাবেন।
ইন্ডিয়া আইডিয়াস সামিট আয়োজন করছে মার্কিন-ভারত বিজনেস কাউন্সিল। এ বছর কাউন্সিল গঠনের ৪৫ তম বর্ষপূর্তি। এবারের ইন্ডিয়া আইডিয়াস সামিটের থিম উজ্জ্বল একটি ভবিষ্যত গড়ে তোলা।
এই ভার্চুয়াল শীর্ষসম্মেলনে ভারত ও আমেরিকার সরকারের শীর্ষস্তরের নীতি নির্ধারকরা উপস্থিত থাকবেন। সেইসঙ্গে থাকবেন সমাজ ও বাণিজ্য মহলের নেতৃবৃন্দ।
এই সামিটে অন্যান্য উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও, রাষ্ট্রপুঞ্জে প্রাক্তন মার্কিন দূত নিকি হেলি।
পিএমও জানিয়েছে, সামিটে ভারত –মার্কিন সহযোগিতা ও অতিমারী পরবর্তী বিশ্বে দুই দেশের ভবিষ্যত সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.