‘আত্মনির্ভর ভারত গড়াই লক্ষ্য, ইন্ডিয়া আইডিয়াস সামিটে প্রধানমন্ত্রী

ইন্ডিয়া আইডিয়াস সামিট আয়োজন করছে মার্কিন-ভারত বিজনেস কাউন্সিল। এ বছর কাউন্সিল গঠনের ৪৫ তম বর্ষপূর্তি। এবারের ইন্ডিয়া আইডিয়াস সামিটের থিম উজ্জ্বল একটি ভবিষ্যত গড়ে তোলা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Jul 2020 09:41 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ রাত ৯ টায় ইন্ডিয়া আইডিয়াস সামিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন-ভারত বিজনেস কাউন্সিল (ইউএসআইবিসি) আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ট্যুইট করে প্রধানমন্ত্রী...More

প্রধানমন্ত্রী বলেন, ভারতে শক্তিক্ষেত্রে লগ্নির বিপুল সম্ভাবনা রয়েছে। মার্কিন কোম্পানিগুলির কাছে এই ক্ষেত্রে লগ্নির ভালো সুযোগ রয়েছে। তিনি বলেছেন, যখন বাজার উন্মুক্ত, সুযোগ প্রচুর, একাধিক বিকল্প থাকে, তখন আশাবাদ পিছনে থাকতে পারে না। ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রেটিংয়ে ভারত উন্নতি করেছে। বিশেষ করে বিশ্বব্যাঙ্কের ইজ অফ ডুয়িং বিজনেস।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশে প্রতিবছরই প্রত্যক্ষ বিদেশী লগ্নির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ২০১৯-২০ তে ভারতে এফডিআই ছিল ৭৪ বিলিয়ন। এর আগের বছরের তুলনায় যা ২০ শতাংশ বেশি।
তিনি বলেন, ৫ জি, বিগ ডেটা অ্যানালিক্স, কোয়ান্টাম, কম্পিউটিং, ব্লক-চেন ও ইন্টারনেটের মতো প্রযুক্তির ক্ষেত্রে লগ্নির সুযোগ রয়েছে।