এক্সপ্লোর
রাষ্ট্রপতি পদে বিদায়ের দিনে মোদীর চিঠি ‘হৃদয় ছুঁয়েছে’, জানালেন প্রণব

নয়াদিল্লি: রাষ্ট্রপতি মেয়াদ শেষের দিন প্রণব মুখোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠি তাঁর হৃদয় ছুঁয়ে গেছে বলে জানালেন সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি। আজ ট্যুইটের মাধ্যেমে এ কথা জানিয়েছেন প্রণব।
প্রধানমন্ত্রীর সেই চিঠিটিও ট্যুইটারে পোস্ট করেছেন তিনি।
On my last day in office as the President, I received a letter from PM @narendramodi that touched my heart! Sharing with you all. pic.twitter.com/cAuFnWkbYn
— Pranab Mukherjee (@CitiznMukherjee) August 3, 2017
প্রণব মুখোপাধ্যায়ের প্রশংসা করে মোদী লেখেন, ‘সহজ-সরল ব্যবহার, নীতিবোধ এবং ব্যতিক্রমী নেতৃত্বের মাধ্যমে আপনি আমাদের অনুপ্রাণিত করেছেন। আপনার প্রগাঢ় জ্ঞানের কথা সবাই জানেন। বিভিন্ন বিষয়ে আপনার অন্তর্দৃষ্টি আমাকে বিস্মিত করেছে’।
প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে প্রণবের অভিভাবক সুলভ আন্তরিক ব্যবহারেরও প্রশংসা করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























