এক্সপ্লোর
Advertisement
রামমন্দির নির্মাণ কমিটির প্রধান হলেন মোদির প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র
নির্মোহী আখড়ার মহন্ত নিত্যগোপাল দাসকে মন্দির ট্রাস্টের সভাপতি ও চম্পত রাইকে সাধারণ সচিব করা হয়েছে। গুরু গোবিন্দদেব গিরিকে দেওয়া হল কোষাধ্যক্ষের দায়িত্ব।
নয়াদিল্লি: রাম জন্মভূমি ট্রাস্টের অধীনস্থ মন্দির নির্মাণ কমিটির প্রধান করা হল নৃপেন্দ্র মিশ্রকে। যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি। অযোধ্যায় রামমন্দির ট্রাস্টের প্রথম বৈঠক ছিল বুধবার। এই ট্রাস্টের হাতেই মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্দির নির্মাণ কমিটির প্রধান করা হয়েছে নৃপেন্দ্রকে।
পাশাপাশি নির্বাচিত হয়েছেন রাম মন্দির ট্রাস্টের অন্যান্য পদাধিকারীও। নির্মোহী আখড়ার মহন্ত নিত্যগোপাল দাসকে মন্দির ট্রাস্টের সভাপতি ও চম্পত রাইকে সাধারণ সচিব করা হয়েছে। গুরু গোবিন্দদেব গিরিকে দেওয়া হল কোষাধ্যক্ষের দায়িত্ব। ট্রাস্টের প্রধান তথা বিশিষ্ট আইনজীবী কে পরাশরণের দিল্লির বাসভবনে বুধবার বৈঠকটি হয়। অযোধ্যার জমি বিতর্ক মামলায় সুপ্রিম কোর্টে হিন্দু পক্ষের হয়ে লড়া আইনজীবীদের নেতৃত্ব দিয়েছিলেন ৯৭ বছরের আইনজীবী পরাশরণ।
৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার রাম মন্দির ট্রাস্ট গঠন করে। এই ট্রাস্টই মন্দির নির্মাণের দিনক্ষণ চূড়ান্ত করবে। বুধবার সেই ট্রাস্টের কমিটি গঠিত হল।First meeting of the Ram Mandir Trust; Nitya Gopal Das named President of the Trust https://t.co/6S7jl4Ag3x
— ANI (@ANI) February 19, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement