এক্সপ্লোর
Advertisement
জন্মদিনের শুভেচ্ছা মোদির, ধন্যবাদ কেজরিবালের
অতীতে মোদির প্রথম দফার প্রধানমন্ত্রিত্বের সময় তাঁকে একাধিকবার তীব্র সমালোচনায় বিঁধেছেন আমআদমি পার্টির (আপ) প্রতিষ্ঠাতা কেজরিবাল। তবে দ্বিতীয় দফায় মোদির সমালোচনার তীব্রতা কমান তিনি।
নয়াদিল্লি: অরবিন্দ কেজরিবালকে জন্মদিনের শুভেচ্ছা, তাঁর সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন কামনা করে চিঠি নরেন্দ্র মোদির। দিল্লি সরকার সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জন্মদিনের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জন্মদিনে আমার উষ্ণ শুভেচ্ছা গ্রহণ করুন। প্রার্থনা করছি, ঈশ্বর আপনাকে সুস্থ ও সুখী রাখুন, আপনি আরও অনেক অনেক বছর এখনকার মতো সদিচ্ছা নিয়েই দেশের মানুষের সেবা করুন। ট্যুইট করেও শুভেচ্ছা জানান মোদি। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গ্রহণ করে ট্যুইটে তাঁকে এজন্য ধন্যবাদ দেন শুক্রবার ৫১-য় পা দেওয়া কেজরিবাল। লেখেন, আপনার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রী।
Birthday greetings to Delhi CM Shri @ArvindKejriwal. Praying for his good health and long life.
— Narendra Modi (@narendramodi) August 16, 2019
Thank u so much PM sir for ur good wishes https://t.co/JbuberQQRD
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 16, 2019
অতীতে মোদির প্রথম দফার প্রধানমন্ত্রিত্বের সময় তাঁকে একাধিকবার তীব্র সমালোচনায় বিঁধেছেন আমআদমি পার্টির (আপ) প্রতিষ্ঠাতা কেজরিবাল। তবে দ্বিতীয় দফায় মোদির সমালোচনার তীব্রতা কমান তিনি। গত জুনেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বর্ষার মরসুমে দিল্লি সরকারের যমুনার জল ধরে রাখার পরিকল্পনা রূপায়ণে কেন্দ্রের সমর্থন চান কেজরিবাল। কয়েকদিন পরই তাতে ছাড়পত্র দেয় কেন্দ্র। কেজরিবাল ট্যুইট করেছিলেন, দিল্লি সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস রইল। ভারতের রাজধানী দিল্লির উন্নয়নে কেন্দ্র, দিল্লি সরকারের একযোগে কাজ করা জরুরি।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার, রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার বিলের ওপর সংসদে ভোটাভুটিতেও মোদি সরকারকে সমর্থন করে আপ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement