এক্সপ্লোর
গোধরা-পরবর্তী সংঘর্ষে অভিযুক্ত ২৮ জনের রেহাই

ফাইল ছবি
আমদাবাদ: গুজরাতের গাঁধীনগর জেলায় গোধরা-পরবর্তী সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ২৮ জনকেই মুক্তি দিল আদালত। প্রমাণের অভাবেই তাঁদের রেহাই দেওয়া হল। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গাঁধীনগরের কলোল তালুকার পলিয়াদ গ্রামে সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া এবং হিংসা ছড়ানোর অভিযোগ ছিল এই ২৮ জনের বিরুদ্ধে। এছাড়া একটি ধর্মস্থানেও হামলা চালানোর অভিযোগ ওঠে ২৫০ জনের বিরুদ্ধে। প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। ৩১ জানুয়ারি কলোলের অতিরিক্ত জেলা বিচারপতি বিডি পটেল তাঁর রায়ে বলেন, সাক্ষীরা আদালতে বলেছেন, হিংসার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পারছেন না। প্রমাণের অভাবেই অভিযুক্তদের রেহাই দেওয়া হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















