এক্সপ্লোর
প্রিপেড মোবাইলে ইন্টারনেট পরিষেবা ফিরল কাশ্মীর উপত্যকায়

শ্রীনগর: বুরহান ওয়ানির মৃত্যুর পর অশান্তি, হিংসার জেরে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর প্রিপেড মোবাইল কানেকশনে ইন্টারনেট পরিষেবা ফিরে এল কাশ্মীর উপত্যকায়। প্রিপেড মোবাইল ফোন ডেটা পরিষেবা গতকাল রাতে ফের চালু হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশকর্তা। ৮ জুলাই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর গুজব ছড়িয়ে অশান্তি তৈরির রাস্তা বন্ধ করে দিতে গোটা কাশ্মীর উপত্যকায় প্রিপেড ও পোস্টপেড, দু ধরনের মোবাইলেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তবে পরিস্থিতি কিছুটা থিতিয়ে যাওয়ায় গত ১৮ নভেম্বর পোস্ট পেড লাইনে ফের চালু হয় ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ার ফলে ৬ মাসের বেশি বন্ধ থাকার পর এবার প্রিপেড মোবাইলেও তা মিলবে বলে জানান পুলিশ অফিসারটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















