এক্সপ্লোর
Advertisement
পুনের হাসপাতালে ভর্তি অসুস্থ সন্তানের কিডনি কেটে নেওয়া হয়েছে, অভিযোগ বাবা মায়ের, হাসপাতাল বলছে, অসুস্থতা জন্মসূত্রে
পুনে: পুনের সাসুন হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, এখানে ২ বছরের এক শিশুর কিডনি কেটে নেওয়া হয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শিশুটির নাম ফয়জল তাম্বোলি। তার বাবা মা মানবাধিকার কমিশনে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি গঠন করে তারা। কমিটি এই অভিযোগ ভিত্তিহীন সাব্যস্ত করেছে। হাসপাতালের বক্তব্য, সিটি-ইউরোগ্রাফিতে দেখা যাচ্ছে, ফয়জলের দুটি কিডনিই ঠিক জায়গায় রয়েছে, তবে একটি ছোট হওয়ার ফলে অন্যটির ওপর চাপ বেশি পড়ছে। তাদের দাবি, জন্মগত ত্রুটির ফলে শিশুটির মলদ্বার সুগঠিত হয়নি। যে সব পরিবারে একই রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হয়, তাদের শিশুদের মধ্যে এ ধরনের সমস্যা আকছার দেখা যায়। সাসুন হাসপাতালেই প্রতি সপ্তাহে এ ধরনের অসুস্থতা নিয়ে ২-৩টি শিশু আসে। এ ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় থাকাকালীন শিশুটির মধ্যে ত্রুটি দেখা যায়। এ ধরনের বাচ্চাদের হৃদযন্ত্র, শিরদাঁড়া ও পাকস্থলী সংক্রান্ত গন্ডগোল থাকে। এ ধরনের শিশুদের ৩টি বড় ও কয়েকটি ছোট অস্ত্রোপচারের দরকার পড়ে।
ফয়জল এখনও ভর্তি সাসুন হাসপাতালেই। সেখানেই ৩টি বড় অপারেশন হয়েছে তার। তার অবস্থা এখন স্থিতিশীল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement