এক্সপ্লোর
Advertisement
রাহুলের মতিভ্রম হয়েছে, গুজরাতে হারকে জয় ভেবে আনন্দ পাচ্ছেন, তোপ বিজেপির
নয়াদিল্লি: রাহুল গাঁধী পরাজয়কে জয় বলে ভেবে আনন্দ পাচ্ছেন। তিনি ভুল করে ভেবে বসে রয়েছেন যে, গুজরাতে কংগ্রেসের পারফরম্যান্স বিরাট ধাক্কা দিয়েছে বিজেপিকে। এভাবেই কংগ্রেস সভাপতির আক্রমণের জবাব দিল বিজেপি। দলের প্রথম সারির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরের দাবি, আমরা দুটি রাজ্যের বিধানসভা ভোটেই জিতেছি, গুজরাতে এবার নিয়ে ছবার। আসলে এটা কংগ্রেসের কাছে ধাক্কা। গুজরাতে কংগ্রেস বিভেদের কৌশল নিয়েছিল, কিন্তু মানুষ মোদী ও তাঁর উন্নয়নের এজেন্ডায় আস্থা প্রকাশ করেছেন। কংগ্রেস সভাপতি গুজরাতের ভোটের ফল বিজেপিকে ধাক্কা দিয়েছে বলে ভাবছেন, এটা শুনে তিনি মজা পেয়েছেন বলে জানান জাভরেকর। বলেন, মনে হচ্ছে রাহুলের মতিভ্রম হয়েছে। হারকে জিত বলে ভেবে আনন্দ করছেন। এটা ওঁর পরিবারতান্ত্রিক ঔদ্ধত্যের পরিচয়, জনগণের রায়ের প্রতি অপমান।
রাহুল এদিন গুজরাতের ভোটের ফলকে 'খুবই ভাল' বলেন, কংগ্রেসের নৈতিক জয় হয়েছে, দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্যতা জবরদস্ত ধাক্কা খেয়েছে বলে মন্তব্য করেন। পাল্টা জাভরেকরের দাবি, কংগ্রেসই দেশবাসীর কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, তাই একের পর এক নির্বাচনে হারছে। গতকাল গুজরাত, হিমাচলে জয়ের পর দেশে এখন ১৯টি রাজ্যে ক্ষমতায় বিজেপি-এনডিএ। বিজেপির সাফল্য পেয়েছে মোদীর উন্নয়নের মডেলেই, দাবি করে তিনি বলেন, এটা দেশবাসীর মন জয় করেছে।
বহু কোটি টাকা মূল্যেপ রাফালে যুদ্ধবিমান ডিলে কংগ্রেসের তোলা দুর্নীতির অভিযোগ উড়িয়ে তিনি দাবি করেন, এই চুক্তি হয়েছে স্বচ্ছতা মেনে, বিজেপি শাসনে স্বাক্ষরিত কোনও প্রতিরক্ষা ডিলেই কোনওরকম দুর্নীতি হয়নি। রাফালে চুক্তি হয়েছে একটি সরকারের সঙ্গে আরেকটি সরকারের। এটা বফর্স চুক্তি নয়, কোনও কাত্রোচ্চি এখানে নেই। বফর্স গান চুক্তিতে হাউইত্জার আর্টিলারি গান সংগ্রহের চুক্তিতে প্রচুর টাকার ঘুষ দেওয়া নেওয়ার অভিযোগ উঠেছিল, প্রশ্ন উঠেছিল মিডলম্যান অট্টাভিও কাত্রোচ্চির ভূমিকা নিয়েও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement