এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরে নিহত সাংবাদিক সুজাত বুখারির পরিবারকে শোকবার্তা পাঠিয়ে দুঃখপ্রকাশ রাহুলের
শ্রীনগর: সম্প্রতি কাশ্মীরে ইফতারের জন্যে অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার মুখে গুলিতে ঝাঁঝরা হয়ে যান রাইজিং কাশ্মীরের সম্পাদক সুজাত বুখারি। ঘটনার আকষ্মিকতায় স্তব্ধ হয়ে যায় সমাজের প্রতিটি মহল। এই ঘটনায় বুখারির পরিবারের উদ্দেশ্যে শোকবার্তা পাঠিয়ে দুঃখপ্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। রাহুল তাঁর বক্তব্যে আরও বলেন, যে ব্যক্তিই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে প্রগতিশীল চিন্তাভাবনা থেকে এদেশে কিছু বলার চেষ্টা করেছেন বা করছেন, তারই কন্ঠরোধ করা হচ্ছে। এভাবে সাংবাদিক হত্যা করা গণতান্ত্রিক সমাজের জন্যে ভয়ঙ্কর বার্তা নিয়ে আসে।
যেভাবে ঠান্ডা মাথায় বুখারিকে তাঁর অফিসের বাইরে হত্যা করা হয়েছে, সেটা সত্যিই চিন্তার বিষয়, মত কংগ্রেস সভাপতির।
কাশ্মীরের বর্তমান অস্থির পরিস্থিতিতে সুজাত বুখারি ছিলেন এক টুকরো আলোর মতো। ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি-প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বুখারির ভূমিকা ছিল অনস্বীকার্য। এর আগেও তাঁর ওপর প্রাণঘাতী হামলা হয়েছিল, কিন্তু তারপরও থামেনি বুখারির কলম। এই সাহস, এই আত্মবিশ্বাস সত্যিই প্রশংসনীয়, মন্তব্য রাহুলের।
বুখারির পরিবারের সঙ্গে সঙ্গে টিম রাইজিং কাশ্মীরকেও পরবর্তী সময় তাঁদের কাজ, আদর্শকে একই রকম নির্ভীকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আগাম শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি। গত ১৪ জুন বাইকে চেপে তিন অজ্ঞাতপরিচয়ের তরুণ এসে বুখারি ও তাঁর দুই ব্যক্তিগত নিরাপত্তাকর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কে বা কারা রয়েছে, তার তদন্তে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। ওই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কাশ্মীরের ডিআইজি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement