এক্সপ্লোর
নোট বাতিল: নিন্দুকরা ৫০ দিন অপেক্ষা করুন, বললেন রাজনাথ

লখনউ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই নোট বাতিলের বিরুদ্ধে সরব হওয়া নিন্দুকদের উদ্দেশ্যে সহিষ্ণু হওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সমালোচকদের ৫০ দিন ধৈর্য্য ধরতে বললেন তিনি। রাজনাথ বলেন, ৫০ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। দেশের স্বার্থে কালো টাকা দুর্নীতি দূর করতেই এই পদক্ষেপ। ততদিন ধৈর্য্য ধরে অপেক্ষা করুন নিন্দুকেরা। প্রসঙ্গত, গত ৮ নভেম্বর, যে দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০, ১০০০ টাকা নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন, সেদিন তিনিও আশ্বাস দিয়েছিলেন, প্রথম প্রথম সমস্যা তৈরি হলেও ৫০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। রাজনাথ আরও বলেন, টাকার উত্স যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, তাই সন্ত্রাসবাদী, মাওবাদীদের নাশকতামূলক ক্রিয়াকলাপ বন্ধ। পাশাপাশি, এই সিদ্ধান্তের জন্য ধনী-দরিদ্রের ব্যবধানও কমবে। উল্লেখ্য, নোট বাতিল ইস্যুতে প্রতিদিনই কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তোপ দাগছেন বিরোধীরা। এই ইস্যুতে উত্তাল সংসদও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















