এক্সপ্লোর
Advertisement
হরিয়ানায় জেলে ঢুকে অভিযুক্তের যৌনাঙ্গে লাথি ধর্ষিতার বাবার!
ঝিন্দ (হরিয়ানা): জেলে ঢুকে মেয়ের ধর্ষণে অভিযুক্তকে প্রচণ্ড আক্রোশে পেটানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। হরিয়ানার জেলের ঘটনাটি সামনে এসেছে নবীন নামে ধর্ষণে অভিযুক্ত ছেলেটির মেডিকেল রিপোর্ট প্রকাশিত হওয়ার পর। ভরত নগরের বাসিন্দা নবীন ঝিন্দের জেলা কারাগারে রয়েছে। তার পরিবারের সদস্যদের অভিযোগ, জেলের কর্মীদের সাহায্য নিয়েই নবীনকে মারধর করেছেন ধর্ষিতার বাবা।
পুলিসকে তাঁরা জানিয়েছেন, গত ২৮ জুলাই জেল ওয়ার্ডেন যোগেন্দ্র মেয়েটির বাবাকে জেলের কর্মী সাজিয়ে নবীনের কাছে নিয়ে যান। জেলের কর্মীদের চোখের সামনেই নবীনের সেলে ঢুকে তাকে মারধর করেন তিনি। তার যৌনাঙ্গে লাথি মারেন। জখম নবীন পরদিন বাড়ির লোকজন তার সঙ্গে দেখা করতে গেলে তাদের জানায়, কী বীভত্স অত্যাচার হয়েছে তার ওপর। তাঁরা আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে নবীনের মেডিকেল পরীক্ষা করে দেখা যায়, তারা সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানিয়ে এফআইআর করা হলেও তারা কিছুই করেনি বলে অভিযোগ নবীনের পরিবারের। সু বিচার চেয়েতাঁরা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement