এক্সপ্লোর
Advertisement
নতুন ৫০০ টাকার নোট ইস্যু করল রিজার্ভ ব্যাঙ্ক, চলবে পুরনো নোটও
মুম্বই: নতুন ব্যাচের ৫০০ টাকার নোট ইস্যু করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। নতুন নোটের ভিতরে ইনসেট লেটার হিসেবে রয়েছে ইংরেজি এ অক্ষরটি। আরবিআই জানিয়ে দিয়েছে, নোটবাতিলের পর জারি হওয়া ৫০০ টাকার নোটও একইভাবে চলবে।
নতুন ইস্যু হওয়া নোটের সঙ্গে ৮ নভেম্বরের পর ইস্যু হওয়া নোটের চেহারাগত কিছু পার্থক্য আছে।
ছবিতে দেখুন, যে নোটটি দেখানো হয়েছে, তার সিরিয়াল নম্বর পড়লে দেখতে পাবেন, প্রথম তিনটি সংখ্যার পর ছোট্ট একটু জায়গা ফাঁকা রাখা হয়েছে, তারপর বসেছে ছটি সংখ্যা। কিন্তু ওই ফাঁকা জায়গা আসলে ফাঁকা নেই, সেখানেও একটি অক্ষর রয়েছে। ভাল করে দেখলে দেখা যাবে ই অক্ষরটি। একে বলে ইনসেট লেটার। নতুন যে ৫০০ টাকার নোট হাতে আসবে, তাতে ইনসেট লেটার হিসেবে এ-কে দেখতে পাবেন আপনি।
নোটবাতিলের পর রিজার্ভ ব্যাঙ্ক বাতিল করে দেয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। বদলে ইস্যু করে ৫০০ ও ২০০০ টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement