এক্সপ্লোর
গয়া কোর্টে আত্মসমর্পণ করল রকি যাদব

গয়া: গয়া আদালতে আত্মসমর্পণ করল বিহারের দ্বাদশ শ্রেণির ছাত্র আদিত্য সচদেব হত্যা মামলায় অভিযুক্ত রাকেশ রঞ্জন ওরফে রকি যাদব। অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক সুরেশ প্রসাদ মিশ্র রকিকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শুক্রবারই এই মামলায় পটনা হাইকোর্টের জামিনের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়।
প্রসঙ্গত, গত ৭ মে গয়ার রাস্তায় গাড়ি ওভারটেক করার অপরাধে রাকেশরঞ্জন যাদব ওরফে রকি স্কুল পড়ুয়া আদিত্য সচদেবকে গুলি করে খুন করে বলে অভিযোগ। জেডিইউ পুরমাতা মনোরমা দেবী ও বাহুবলী নেতা বিন্দি যাদবের ছেলে রকি সে সময় নেশাগ্রস্ত ছিল বলে খবর। ১০ তারিখ বাবার গয়ার কারখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রকির মা সাসপেন্ড জেডিইউ এমএলসি মনোরমা দেবী জানিয়েছেন, আদালত এবং বিচারব্যবস্থার ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























