এক্সপ্লোর
আরএসএসের মানহানি মামলায় আদালতে হাজিরা রাহুলের
![আরএসএসের মানহানি মামলায় আদালতে হাজিরা রাহুলের Rss Defamation Case Rahul Appears Before Court আরএসএসের মানহানি মামলায় আদালতে হাজিরা রাহুলের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/24211600/Rahul-Gandhi-compressed-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভিওয়ান্ডি (থানে): রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর দায়ের করা মামলার শুনানিতে আজ মহারাষ্ট্রের এক ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। মহাত্মা গাঁধীর হত্যার পিছনে আরএসএস-এর ভূমিকা ছিল বলে মন্তব্য করেছিলেন রাহুল। এই মন্তব্যের প্রতিবাদে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিল আরএসএস। এই মামলার শুনানিতেই এদিন হাজিরা দিলেন কংগ্রেস সহ সভাপতি। আদালত আগামী ৩ মার্চ মামলায় রাহুলের বক্তব্য নথিভুক্ত করার দিন ধার্য করেছে।
উল্লেখ্য, এই মামলায় অভিযুক্ত হিসেবে বিচারের মুখোমুখি হওয়াই শ্রেয় মনে করেছেন রাহুল। আদালতে হাজিরার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেছেন, যে মতাদর্শ গাঁধীজীকে খুন করেছে, তাঁর লড়াই সেই মতাদর্শের বিরুদ্ধেই। তিনি আরও বলেন, তাঁর লড়াই সেই মতাদর্শের বিরুদ্ধে, যে মতাদর্শ খাদি গ্রামোদ্যোগ কমিশনের পোস্টার থেকে গাঁধীজীকে সরিয়ে দিয়েছে।
উল্লেখ্য, ২০১৪-র ৬ মার্চ লোকসভা ভোটের প্রচারে ভিওয়ান্ডিতে এসেছিলেন রাহুল। অভিযোগ, সেখানে এক জনসভায় তিনি আরএসএসের লোকেরাই গাঁধীজীকে খুন করেছে বলে দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় এক আরএসএস কর্মী।
এদিন অশোক চবন, সঞ্জয় নিরুপমের সঙ্গে আদালতে আসেন রাহুল। ম্যাজিস্ট্রেট অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় তাঁকে প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হয়। আদালতে তিনি অভিযোগকারী আরএসএস কর্মীর সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)