এক্সপ্লোর
Advertisement
আধার সংযুক্তিকরণের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: আধার সংযুক্তিকরণের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হবে। আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র আগেই জানিয়ে দিয়েছে, আধার সংযুক্তিকরের পূর্বনির্ধারিত ৩১ ডিসেম্বরের সময়সীমা বাড়াতে চলেছে তারা।
মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণের ৬ ফেব্রুয়ারির সময়সীমাও বাড়ানো হল ৩১ মার্চ পর্যন্ত।
আধার আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একগুচ্ছ আবেদনের শুনানি চলছে শীর্ষ আদালতে। গতকাল প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আধার সংক্রান্ত চূড়ান্ত শুনানি শুরু হবে ১৭ জানুয়ারি থেকে।
গতকাল বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় সরকার জানায়, আধারের সঙ্গে প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য আর্থিক লেনদেনের সংযুক্তিকরণের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হল। কেন্দ্রের হয়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল শীর্ষ আদালতে জানান, আধারের সঙ্গে নানা সরকারি পরিষেবার সংযুক্তিকরণের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়াতে কেন্দ্রের কোনও আপত্তি নেই। তবে একইসঙ্গে তারা চায় নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য অত্যাবশ্যক করতে হবে আধারকে।
আধারের বৈধতা চ্যালেঞ্জ করে যাঁরা আদালতে গিয়েছেন, তাঁদের বেশিরভাগের বক্তব্য, আধার মানুষের গোপনীয়তা লঙ্ঘন করছে, আধারের সঙ্গে মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ বেআইনি ও অসাংবিধানিক। কিছুদিন আগে সুপ্রিম কোর্টের ৯ বিচারপপতির সাংবিধানিক বেঞ্চও জানায়, গোপনীয়তার অধিকার সংবিধান মতে মৌলিক অধিকারের আওতায় পড়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement