এক্সপ্লোর
Advertisement
চুলে দুটো নয়, একটা ঝুঁটি কেন, এক ঘণ্টায় ২০০ সিট-আপ স্কুলে, হাসপাতালে অসুস্থ ছাত্রী
আমদাবাদ: এ যেন লঘু 'পাপে' গুরু দণ্ড! গুজরাতের এক স্কুলে শুধুমাত্র কেন দুটো নয় একটা ঝুঁটি বেঁধে গেছে পড়ুয়া, সেইজন্যে এক ঘণ্টায় দুশো সিট-আপ দিয়েই তাকে অসুস্থ করে দিল স্কুল কর্তৃপক্ষ। দশ বছর বয়সি অসুস্থ ওই ছাত্রী এখন হাসপাতালে চিকিত্সাধীন।
হনি প্রজাপতি অবশ্য একাই স্কুল কর্তৃপক্ষের এই খামখেয়ালিপনার শিকার নয়। সামান্য কারণে হেনস্থা হতে হয়েছে ওই স্কুলের আরও দশ পড়ুয়াকে। ঘটনাটি ঘটেছে গুজরাতের মণিনগর ললিতা গ্রিন লনস স্কুলে।
ঘটনা প্রকাশ্যে আসতেই মণিনগর থানায় স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন হনির বাবা। জেলা শিক্ষা আধিকারিককে এই ঘটনার তদন্ত করে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে।
হনির বাবা-মা জানিয়েছেন, মেয়ের মাথা ফুলে গিয়েছিল। তাই সে ভাল করে চুল আঁচড়াতে পারেনি। সেদিন চুলে কোনওরকমে একটা ঝুঁটি বেঁধেই স্কুলে যায়। যেহেতু স্কুলে নিয়ম আছে চুলে দুটো ঝুঁটিই বাঁধতে হবে, তাই এমন নিষ্ঠুর শাস্তি দেওয়া হল হনিকে। এমন ঘটনায় তাঁদের মেয়ে মারাত্মক আতঙ্কিত হয়ে পড়েছে বলেও জানিয়েছেন হনির বাবা।
এই ঘটনা প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের দাবি, এধরনের শাস্তি কখনওই দেওয়া উচিত্ নয়। তবে তার সঙ্গে কর্তৃপক্ষ এও দাবি করেছেন, হনিকে তিরিশ মিনিটের বেশি সময় ধরে সিট-আপ করতে বলা হয়েছে সেটাও সঠিক নয়। তাঁদের দাবি মেয়েটিকে মাত্র সাত থেকে আট মিনিট সিট-আপ করতে বলা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement