মহারাষ্ট্রে বিজেপি-সরকারের জোটসঙ্গী থাকার সিদ্ধান্ত শিবসেনার
মুম্বই: সব জল্পনায় জল ঢেলে দিয়ে শিবসেনা জানিয়ে দিল, জনতার স্বার্থে তারা মহারাষ্ট্রে বিজেপি-শাসিত সরকারের সঙ্গ ত্যাগ করছে না।
কয়েকদিন আগেই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানান, মহারাষ্ট্রে সরকারের জোটসঙ্গী হিসেবে তারা থাকবেন কি না, তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই বিজেপি ও শিবসেনা জোটের ভবিষ্যৎ নতুন প্রশ্নচিহ্ন ওঠে।
যদিও, সব জল্পনায় জল ঢেলে এদিন দলীয় মুখপত্র সামনা-তে শিবসেনা জানিয়ে দেয়, পরবর্তী বিধানসভা নির্বাচন দুবছর দূরে। এই পরিস্থিতিতে মানুষের স্বার্থ রক্ষার্থেই তারা বিধানসভায় বিজেপির সঙ্গে গাঁটছড়া ভাঙবে না।
দেবেন্দ্র ফঢ়ণবীশ নেতৃত্বাধীন সরকারে শিবসেনার ১২ জন মন্ত্রী রয়েছেন। এর মধ্যে ক্যাবিনেট পর্যায়ের এক মন্ত্রীও রয়েছেন। এছাড়া, কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও শিবসেনার এক মন্ত্রী রয়েছে।
গতকালের দুর্ঘটনা নিয়েও এদিন মুখপত্রের সম্পাদকীয়তে কেন্দ্র ও রেলমন্ত্রকের তীব্র সমালোচনা করে শিবসেনা। এই প্রেক্ষিতে তারা কেন্দ্রের বুলেট ট্রেন প্রকল্পকেও কটাক্ষ করতে ছাড়েনি।