এক্সপ্লোর
Advertisement
ট্যুইটারে কংগ্রেসকে ফলো করলেন সোনাম কপূর, শুরু ট্রোলিং
নয়াদিল্লি: কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্টের ফলোয়ার হলেন বলিউড অভিনেত্রী সোনাম কপূর। পাল্টা 'নীরজা' অভিনেত্রীকে ধন্যবাদ জানায় কংগ্রেস। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল ট্রোল-পর্ব।
সোনাম ফলো করার পর কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়, 'ফলো করার জন্য ধন্যবাদ সোনাম কপূর। আপনি সুন্দর ও প্রেরণাদায়ী। আপনার বীর দ্য ওয়েডিং সিনেমার জন্য সাগ্রহে অপেক্ষা করছি'।
Thank you for the follow @sonamakapoor. You are beautiful and inspiring! Can’t wait for #VeereDiWedding
— Congress (@INCIndia) February 15, 2018
এরপরই শুরু হয়ে যায় কটাক্ষ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে একটি ট্যুইটার অ্যাকাউন্টে লেখা হয়, 'খুব ভালো কথা। এক রকমের বুদ্ধির লোকেদের একে অপরের ফলো করাই উচিত'।
অন্য এক ইউজার রসিকতার ছলে লিখেছেন, 'আমিও তো কংগ্রেসকে ফলো করি। কিন্তু দল আমাকে কখনও ধন্যবাদ জানায়নি'।
বিজেপিকে নিশানা করে জুমলা মুক্ত ভারত নামে একটি হ্যান্ডেলে লেখা হয়,'সোনাম কপূরেরও আর জুমলায় ভরসা নেই'।
আসলে এই ইউজারের ইঙ্গিত, সোনাম বিজেপির বিপক্ষ দল কংগ্রেসকে ফলো করে ওই দলের ওপর ভরসা দেখিয়েছেন।
অন্য এক ইউজারের মন্তব্য, 'এক লুজার আর এক লুজারকে ফলো করছেন'।
অভিনব নামে এক ইউজারের ট্যুইট, 'ব্যস, এবার সানি লিওনও কংগ্রেসকে ফলো করুন'।
এই ট্যুইটে ব্যাঙ্গাত্মকভাবে কংগ্রেসের জয়ধ্বনি দেওয়া হয়েছে।
এ ধরনের ট্যুইট থেকেই সাফ হয়ে যায় যে, সোশ্যাল মিডিয়ায় কোনও কিছুই আর ট্রোলিংয়ের বাইরে নয়। ভালো-মন্দ, যাই হোক না কেন, এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা তা নিয়ে হাসিঠাট্টা- রসিকতা বেশ ভালো মতোই জানেন এবং এ ব্যাপারে কোনও সুযোগই হাতছাড়া করতে রাজি নন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement