এক্সপ্লোর
Advertisement
চা-জলপানের পিছনে ৫৭৭ শতাংশ খরচ বেড়েছে ফঢ়নবিশের দপ্তরে ! দাবি মহারাষ্ট্র কংগ্রেসের
মুম্বই: তথ্য জানার অধিকার আইনে পেশ করা আবেদনে পাওয়া নথি হাজির করে মহারাষ্ট্র কংগ্রেস দাবি করল, রাজ্যের বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের অফিসের চা-বিস্কুট, জলপানের পিছনে খরচ ৫৭৭ শতাংশ বেড়েছে। মহারাষ্ট্র আঞ্চলিক কংগ্রেস কমিটির সভাপতি সঞ্জয় নিরুপম বলেন, আরটিআই আবেদনের মাধ্যমে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর অফিসে চা, স্ন্যাক্সের জন্য ২০১৫-১৬ অর্থবর্ষে ৫৮ লক্ষ টাকা খরচ হয়েছিল, আর ২০১৭-১৮য় তা বেড়ে হয়েছে ৩.৩৪ কোটি টাকা, মানে ব্যয় বেড়েছে ৫৭৭ শতাংশ।
এর আগে দক্ষিণ মুম্বইয়ে রাজ্য সচিবালয় মন্ত্রালয়ের ভিতরে ইঁদুর, পোকা-মাকড় মারার বরাত দেওয়া নিয়ে বিরাট কেলেঙ্কারি হয়েছে অভিযোগ তুলেছিল কংগ্রেস। এবার মুখ্যমন্ত্রীর দপ্তরে প্রতিদিন ১৮৫৯১ কাপ চা পরিবেশন করা হয়েছে বলে জানালেন নিরুপম। শ্লেষের সুরে তিনি মন্তব্য করেন, তাহলে কী চান খান মুখ্যমন্ত্রী? আমরা গ্রিন টি, ইয়েলো টি এসব শুনেছি। কিন্তু ফঢ়নবিশ মনে হয় কোনও এক ধরনের সোনালি চা খান। মহারাষ্ট্রে রোজ যখন চাষিমৃত্যু হচ্ছে, তখন চায়ের পিছনে এমন বিপুল ব্যয় কল্পনা করা যায় না। একদিকে প্রধানমন্ত্রী মোদী গর্ব করে বলেন, তিনি চা বেচতেন, অন্যদিকে মনে হয় মুখ্যমন্ত্রী অনেকটা এগিয়ে গিয়েছেন। তিনি যে চা খান, তা সাধারণ দোকানে বিক্রি হয় না!
মুখ্যমন্ত্রীর অফিসের প্রতিক্রিয়া অবশ্য মেলেনি এই অভিযোগের ব্যাপারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement