এক্সপ্লোর
Advertisement
দুর্ভাগ্যবশত ভারতে স্বাধীনতা আন্দোলনের কৃতিত্ব শুধুমাত্র বিশেষ কিছু পরিবারকেই দেওয়া হয়, কংগ্রেসকে আক্রমণ মোদীর
ভুবনেশ্বর: ভুবনেশ্বরে শুরু হয়েছে বিজেপির দুদিন ব্যাপী কর্মসমিতির বৈঠক। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আজ সকালে তিনি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে যান। সেখানে মন্দিরের কর্মকর্তাদের সঙ্গে কথা হয় তাঁর।
গতকালই ভুবনেশ্বর পৌঁছেছেন মোদী। আজ সেখানে তিনি ১৮১৭ সালে পাইকা বিদ্রোহে যেসমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সংবর্ধনা জানান। তারপরই তিনি নাম না করে কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, দুর্ভাগ্যবশত ভারতকে স্বাধীন করার জন্যে সমস্ত দেশবাসী আত্মত্যাগ করলেও, এই আন্দোলনের কৃতিত্ব দেশের বিশেষ কিছু পরিবারকেই দেওয়া হয়। স্বাধীনতার এই লড়াইয়ের কৃতিত্ব শুধুমাত্র কিছু পরিবারের মধ্যেই চিরকাল সীমাবদ্ধ থেকেছে।
স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে দেখা করার পর মোদী লিঙ্গরাজ মন্দির দর্শনে যান। গতকাল তিনি ওড়িশায় এসে পৌঁছেছেন। বিজেপির দুদিনের এই কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে এম.এম জোশী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয়মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, এবং দলের অন্যান্য নেতারাও উপস্থিথ থাকবেন। জানা গিয়েছে বিজেপির দুদিনের এই বৈঠকে দেশের ১৩ জন বিজেপি মুখ্যমন্ত্রী সহ সমস্ত উপমুখ্যমন্ত্রীদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, মূলত ২০১৯ সালের বিধানসভা ও লোকসভা নির্বাচনের রোডম্যাপ তৈরি করতেই এই বৈঠক।
শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ভুবনেশ্বরে পৌঁছন মোদী। সেখানেই তাঁকে স্বাগত জানানোর জন্যে উপস্থিত ছিলেন সমস্ত স্তরের বিজেপি নেতা-নেত্রীরা। রাজভবনের বাইরে উপস্থিত বহু নেতা-নেত্রীর সঙ্গে কথাও বলেন মোদী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement