এক্সপ্লোর
তিন তালাক: সুপ্রিম কোর্টের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু মত এক নজরে

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের তিন তালাক সংক্রান্ত সংখ্যাগরিষ্ঠ রায়ের নির্যাস হল এই. ১. তিন তালাক প্রথা পবিত্র কোরানের মৌলিক শিক্ষার বিরোধী। তা ইসলামি শরিয়তকেও লঙ্ঘন করে। ২. তিন তালাক যে একটি একতরফা প্রথা, তা অত্যন্ত পরিষ্কার। কেননা একজন মুসলিম পুরুষ নিজের খেয়ালখুশি মতো বিয়ে ভেঙে দিতে পারে। ৩. বিচারপতি ক্যুরিয়েন জোসেফ বলেন, তিন তালাককে সংশ্লিষ্ট ধর্মের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখতে হবে এবং তা ওই ধর্মের মানুষের ব্যক্তিগত আইনেরও অংশ, প্রধান বিচারপতির এই ধারণার সঙ্গে সহমত হওয়া খুবই কঠিন। ৪. বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি ইউ ইউ ললিতও ক্যুরিয়েনের এই বক্তব্যে সায় দেন। ৫. তিন তালাক যেহেতু একটি তাত্ক্ষনিক পদক্ষেপ ও একবার ঘোষণা হয়ে গেলে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই, তাই স্বামী ও স্ত্রীর মধ্যে আপস মীমাংসা, সমঝোতার রাস্তাও থাকে না। ৬. তিন তালাককে ভারতীয় সংবিধানের ১৪ অনুচ্ছেদের (সমতার অধিকার) আওতায় মৌলিক অধিকারের পরিপন্থী ধরা হয়েছে। ৭, বিচারপতি জোসেফ বলেন, পবিত্র কোরান 'আইনের প্রথম উত্স' এবং তাকে প্রাধান্য দিতে হবে। ৮. দীর্ঘদিন ধরে চালু রয়েছে, কেবলমাত্র এই যুক্তিতে কোনও প্রথা বৈধতা পেতে পারে না, যদি তা অনুমোদনযোগ্য নয় বলে দেখা যায়। এই অভিমত জানান বিচারপতি জোসেফ। তিন তালাক সংক্রান্ত সংখ্যালঘু রায়ের নির্যাস হল এই. ১. অন্যান্য ইসলামি দেশে মুসলিম ব্যক্তিগত আইন শরিয়তে কতদূর অগ্রগতি ঘটেছে, তা খতিয়ে দেখে ৬ মাসের মধ্যে একটি নতুন আইন রচনা করতে বলা হচ্ছে সরকারকে। ২. নতুন আইন কার্যকর হওয়া পর্যন্ত তিন তালাক বা তালাক-ই-বিদ্দত বাস্তবে প্রয়োগ হবে না। ৩. তালাক-ই-বিদ্দত হল হানাফি ভাবনার অনুসারী সুন্নি মুসলিমদের ব্যক্তিগত আইন, তাদের বিশ্বাসের ব্যাপার। ৪. লিঙ্গ অসাম্যের বিষয়টি মোকাবিলা করা যাবে শুধুমাত্র আইনি সদিচ্ছা দিয়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















