এক্সপ্লোর
আমি রামভক্ত, অভিযোগ মিথ্যে হলে সব পুরস্কার ফিরিয়ে দেব, হুঙ্কার কঙ্গনার
অভিনয়ের জন্য পদ্মশ্রী-সহ একাধিক সম্মান-পুরস্কার পেয়েছেন কঙ্গনা। সুশান্ত মৃত্যুর পর থেকে বলিউডে স্বজনপোষণ নিয়ে তিনি সরব। সুশান্তকে হত্যা করা হয়েছে বলেও জোরাল দাবি করেন অভিনেত্রী।

মুম্বই: ফের বিতর্কে অভিনেত্রী কঙ্গনা রানাউত। সুশান্ত সিংহ রাজপুতের মৃ্ত্যুর পর তিনি দাবি করেছিলেন, আত্মহত্যা নয়, অভিনেতাকে হত্যা করা হয়েছে। যদিও এইমসের ফরেন্সিক বিভাগ সেই দাবি খারিজ করে দিয়েছে। বলা হয়েছে, সুশান্ত আত্মহত্যাই করেছিলেন। তারপরই নেটিজেনদের বিদ্রুপের শিকার হন কঙ্গনা। তাঁকে সমস্ত পুরস্কার-স্বীকৃতি ফিরিয়ে দেওয়ার দাবি জানাতে শুরু করেন অনেকে। #KanganaAwardWapasKar হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মেজাজ হারিয়ে কঙ্গনা দাবি করেছেন, তাঁর অভিযোগ মিথ্যা হলে সমস্ত পুরস্কার ফিরিয়ে দেবেন। নিজের সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে কঙ্গনা বলেছেন, ‘এই হল সেই সাক্ষাৎকার। স্মৃতিশক্তি দুর্বল হলে ফের একবার দেখে নিন। আমার একটা অভিযোগও যদি মিথ্যে বা ভিত্তিহীন হয়, তাহলে সমস্ত পুরস্কার ফিরিয়ে দেব। একজন ক্ষত্রিয় কথা দিচ্ছে। আমি রামভক্ত। জীবন চলে গেলেও কথার খেলাপ করব না। জয় শ্রী রাম।’ প্রসঙ্গত, অভিনয়ের জন্য পদ্মশ্রী-সহ একাধিক সম্মান-পুরস্কার পেয়েছেন কঙ্গনা। সুশান্ত মৃত্যুর পর থেকে বলিউডে স্বজনপোষণ নিয়ে তিনি সরব। সুশান্তকে হত্যা করা হয়েছে বলেও জোরাল দাবি করেন অভিনেত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















