এক্সপ্লোর
হাজারটা বাতিল জলের বোতল দিয়ে তৈরি হায়দরাবাদের এই বাস স্টপ

ছবি: টুইটার
হায়দরাবাদ: ভাঙাচোরা বাস স্টপ আমাদের নিত্যদিনের সঙ্গী। এসি বাস স্টপও দেখা যায় ইতিউতি। কিন্তু জলের বোতলের বাস স্টপ? হ্যাঁ, হায়দরাবাদের স্বরূপনগর এলাকায় এমনই কাণ্ড ঘটেছে। ইটবালি, চুন সুরকিতে নয়, গোটা বাস স্টপই তৈরি হয়েছে স্রেফ জলের বোতল দিয়ে। ফেলে দেওয়া একহাজার জলের বোতল এক বাতিল জিনিস বিক্রেতার কাছ থেকে জোগাড় করে স্থানীয় এক সংস্থা। অল্প কিছু বাঁশ আর ধাতব টুকরো কাজে লাগিয়ে তৈরি হয়ে যায় আস্ত একটা ৮ ফুট উঁচু বাস স্ট্যান্ড। কী, অদ্ভুত না?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















