এক্সপ্লোর
Advertisement
মাদক মেশানো আইসক্রিম? মহিলার শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড রাজধানীর টিটি, ডিউটি থেকে অব্যাহতি ওয়েটারকে
রেলমন্ত্রী ও পদস্থ রেলকর্তাদের ট্যাগ করে ট্যুইটে আরও বলা হয়, সংশ্লিষ্ট নির্যাতিতা একজন ছাত্রী, আইনি ঝামেলায় জড়িয়ে পড়লে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না, এই আতঙ্কে ভুগছেন।
নয়াদিল্লি: দিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেসে মহিলার শ্লীলতাহানিতে জড়িত থাকার অভিযোগে ট্রেনের টিকিট পরীক্ষককে সাসপেন্ড, ওয়েটারকে ডিউটি থেকে অব্যাহতি দিল রেল। শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ তোলা মহিলার পরিচিত একজন, যিনি ছাত্র, মঙ্গলবার রাতে ট্যুইট করে দাবি করেন, রেলকর্মীরা তাঁকে মাদক খাইয়ে আচ্ছন্ন করেছিলেন। ট্যুইটে বলা হয়, প্যান্ট্রি কর্মী ও টিটি একযোগে মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন, তাঁকে মাদক মেশানো আইসক্রিম খেতে দেন। এমন কর্মীদের বিরুদ্ধে এফআইআর ছাড়া কোনও ব্যবস্থা কি রেল নেবে না তারা পার পেয়ে যাবে, আবার কোনও যাত্রীকে বিপদে ফেলবে! দুঃখজনক! রেলমন্ত্রী ও পদস্থ রেলকর্তাদের ট্যাগ করে ট্যুইটে আরও বলা হয়, সংশ্লিষ্ট নির্যাতিতা একজন ছাত্রী, আইনি ঝামেলায় জড়িয়ে পড়লে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না, এই আতঙ্কে ভুগছেন।
শ্লীলতাহানির অভিযোগ তোলা মহিলা নিজে কোনও এফআইআর করেননি, তবে তাঁর কাছ থেকে ফোনে বিস্তারিত খুঁটিনাটি জেনে নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে বলেছে রেল। এও জানিয়েছে, চিফ কমার্শিয়াল ম্যানেজার তদন্ত করেছেন, অভিযুক্তদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রেলের বিবৃতিতে বলা হয়েছে, ট্যুইটারে উল্লিখিত অভিযোগের ভিত্তিতে ও অভিযোগের গুরুত্ব বিচার করে রাঁচির টিকিট পরীক্ষক এন আর সরোজকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত ওয়েটার বা ভেন্ডরকে ডিউটি থেকে সরানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement