এক্সপ্লোর
Advertisement
Union Budget 2021 Census:দেশের ইতিহাসে এই প্রথম, এবার হবে ডিজিটাল জনগণনা, বাজেটে বরাদ্দ ৩,৭৬৮ কোটি টাকা
দেশের ইতিহাসে এই প্রথম ডিজিটাল জনগণনা হবে। আসন্ন আদম সুমারির জন্য কেন্দ্র ৩,৭৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের প্রথম ডিজিটাল জনগণনার কথা সাধারণ বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নয়াদিল্লি: দেশের ইতিহাসে এই প্রথম ডিজিটাল জনগণনা হবে। আসন্ন আদম সুমারির জন্য কেন্দ্র ৩,৭৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের প্রথম ডিজিটাল জনগণনার কথা সাধারণ বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, দেশে জনসংখ্যা কত তা জানতে এবার জনগণনা ডিজিটাল পদ্ধতিতে হবে। দেশের ইতিহাসে এই প্রথম ডিজিটাল জনগণনা হবে।
সীতারামন বলেছেন, এই সুবিশাল যুগান্তকারী কাজের জন্য ২০২১ অর্থবর্ষে আমি ৩,৭৬৮ কোটি টাকা বরাদ্দ করছি।
সীতারামন সোমবার কাগজ-হীন কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ করেছেন।
উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে, ২০২১-এর জনগণনা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে করা হবে। খাতা-কলমে চিরাচরিত জনগণনার পদ্ধতি থেকে সরে এসে এবারের জনগণনা হবে ডিজিটাল। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচী-র প্রসারের লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
অমিত শাহ বলেছিলেন যে, খাতা-কলমের জনগণনা এবার ডিজিটাল জনগণনায় রূপান্তরিত হবে। ২০২১-এর জনগণনায় ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি।
অমিত শাহ বলেছিলেন যে, জনগণনার তথ্য একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা হবে। এই প্রথম জনগণনার কাজে মোবাইল অ্যাপের ব্যবহার হবে। ভারত কাগজ কলমের জনগণনার পর্ব পেরিয়ে ডিজিটাল ডেটার পথে এগোবে। দেশের জনগণনার কাজে তা হবে এক বড়সড় বিপ্লব।
অমিত শাহ আরও জানিয়েছিলেন, ডিজিটাল জনগণনায় লোকজন নিজের ও পরিবারের বিস্তারিত তথ্য নতুন ভাবে গড়ে তোলা মোবাইল অ্যাপে নিজেরাই আপলোড করতে পারবেন। দেশজু়ড়ে এই কাজ ১৬ টি ভাষায় চালানো হবে। এতে ১২ হাজার কোটি টাকা ব্যয় হবে।
এবার কাগজ দেখে বাজেট বক্তৃতা নয়। সীতারামন কাগজপত্র নয়, ট্যাবলেট থেকে বাজেট পড়লেন। ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশের সময় ট্রেজারি বেঞ্চের দ্বিতীয় সারিতে ছিলেন সীতারামন। এবারের বাজেট কাগজে ছাপা হয়নি। বাজেটের সমস্ত দস্তাবেজ সব সাংসদ ও সাধারণ মানুষের জন্য ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement