ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল ঘোষিত, দেশে প্রথম কর্নাটকের তরুণী কে আর নন্দিনী
নয়াদিল্লি: বুধবার সর্বভারতীয় সিভিল সার্ভিসের ফল ঘোষণা করল ইউপিএসসি। গত বছরের মতো এবছরও পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন এক মহিলা।
শীর্ষ স্থানাধিকারীর নাম কে আর নন্দিনী। তিনি কর্নাটকের বাসিন্দা। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন যথাক্রমে আনমোল শের সিংহ বেদী ও গোপালকৃষ্ণ রোনাঙ্কি। প্রথম দশে জায়গা পেয়েছেন তিনজন মহিলা। তাঁরা হলেন— সৌম্যা পাণ্ড্য (চতুর্থ) ও শ্বেতা চৌহান (সপ্তম)।
নন্দিনী জানান, তিনি সর্বদা আইএএস অফিসার হতে চেয়েছিলেন। নিজের স্বপ্নপূরণের জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। এখানে বলে রাখা প্রয়োজন, গত বছরও দেশে প্রথম স্থান দখল করেছিলেন এক মহিলা—টিনা ডাব্বি।
ইউপিএসসি-র তরফে জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বরে হওয়া এই পরীক্ষায় মোট ১,০৯৯ জনকে বিভিন্ন সরকারি পদের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়াও, আরও ২২০ জন ওয়েটিং লিস্টে রয়েছেন।
এবছর পাশ হওয়া প্রার্থীদের মধ্যে ৫০০ জন সাধারণ শ্রেণির। অন্যদিকে, ৩৪৭ জন অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিভুক্ত। এছাড়া, তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির রয়েছেন যথাক্রমে ১৬৩ ও ৮৯ জন প্রার্থী।
প্রসঙ্গত, ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষা তিনধাপে হয়—প্রাথমিক, মেইন ও ইন্টারভিউ। নির্বাচিত প্রার্থীদের আইএএস, আইপিএস, আইএফএস ও গ্রুপ-এ ও বি অফিসার হিসেবে সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর ও মন্ত্রকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।