এক্সপ্লোর
Advertisement
অমরনাথ জঙ্গি হামলা: টুইটারে আবেগপ্রবণ সহবাগ
নয়াদিল্লি: তাঁর টুইট সচরাচর মজাদার ও শ্লেষাত্মক হয়ে থাকে। কিন্তু, অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলার প্রেক্ষিতে অত্যন্ত আবেগপ্রবণ টুইট করলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ।
টুইটারে তিনি লেখেন, যখন সীমান্ত ছেলে মারা যায়, তখন মা কাঁদে। আর যখন তীর্থ করতে গিয়ে মা মারা যায়, তখন ছেলে কাঁদে। কারও জীবনে এধরনের মর্মান্তিক পরিণতি হতে না দেওয়া উচিত ঈশ্বরের।
https://twitter.com/virendersehwag/status/884671290182729728 টুইটের সঙ্গে দুটি ছবিও পোস্ট করেন সহবাগ। একটি ছবিতে দেখা যাচ্ছে, এক শহিদের দেহ নিয়ে যাচ্ছেন তাঁর মা। অন্য ছবিতে, সদ্য অমরনাথ যাত্রায় নিহত এক মহিলার দেহ নিয়ে যাচ্ছেন তাঁর ছেলে। তিনি আরও লেখেন, নিহতদের পরিবারকে গভীর সমবেদনা। তীর্থযাত্রীদের হত্যা করার জন্য অন্য পর্যায়ের ঘৃণ্যতা লাগে। https://twitter.com/virendersehwag/status/884446696431788032শুধু সহবাগই নন, গতকালের হামলায় টুইটারে শোকপ্রকাশ করেছেন আরেক ক্রিকেটার হরভজন সিংহও। তিনি লেখেন, ফের নীরিহ প্রাণ ঝড়ে পড়ল। এধরনের কাপুরুষোচিত হামলা বন্ধ হওয়া উচিত। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা।
https://twitter.com/harbhajan_singh/status/884466822338289664 হামলায় শোকপ্রকাশ করেছেন ভিভিএস লক্ষ্মণ ও অনিল কুম্বলেও। https://twitter.com/VVSLaxman281/status/884594574303219712 https://twitter.com/anilkumble1074/status/884579635266293760
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement