এক্সপ্লোর
মোদীর সতর্ক দৃষ্টির জেরে প্রাণ বাঁচল চিত্র সাংবাদিকের

সানোসারা: প্রধানমন্ত্রীর সতর্ক দৃষ্টির জেরে প্রাণ বাঁচল এক চিত্র সাংবাদিকের।
PM alerted the DD Cameraman who was positioned at a spot where water was to pass; camera & tripod later recovered. pic.twitter.com/Cmy2n9qDec
— ANI (@ANI_news) August 30, 2016
গুজরাতের সানোসারার কাছে একটি বাঁধ থেকে জল ছাড়ার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। সেই ছবিই তুলছিলেন ওই চিত্র সাংবাদিক। কিন্তু তিনি খেয়াল করেননি জল ছেড়ে দেওয়া হয়েছে। মঞ্চ থেকে বিপদ বুঝতে পেরে প্রধানমন্ত্রী চিত্র সাংবাদিককে সতর্ক করেন। সেইসময় মঞ্চে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ওই সাংবাদিককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তাঁরা। সেই মতো সরানো হয় ওই সাংবাদিককে।
#WATCH: PM Modi alerts DD cameramen to move from a precarious spot as water was released at Aji Dam, Gujarat.https://t.co/dFWtVEPlkb
— ANI (@ANI_news) August 30, 2016
ওই চিত্র সাংবাদিককে সরানো গেলেও জলের তোড়ে ভেসে যায় তাঁর ক্যামেরা। মোদী সতর্ক না করলে তাঁরও ভেসে যাওয়ার সম্ভাবনা ছিল একশো শতাংশ।
#WATCH DD Camera washed away as water released at Aji Dam. PM had alerted cameraman to move spot just in time.https://t.co/uCp9z0pwzu
— ANI (@ANI_news) August 30, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























