এক্সপ্লোর
Advertisement
গ্যাস কাটার দিয়ে কাটতে গিয়ে এটিএমে আটকে গেল হাত, দিল্লিতে গ্রেফতার চোর
নয়াদিল্লি: গ্যাস কাটার দিয়ে এটিএম কাটতে গিয়েছিল এক চোর। কিন্তু সেটা করতে গিয়ে এটিএম মেশিনে আটকে গেল তার হাত। সে নিজে আর সেই মেশিন থেকে হাত বার করতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে। গ্রেফতার করে। এই ঘটনা ঘটেছে নয়াদিল্লির বিশ্বাস নগর অঞ্চলে।
পুলিশ সূত্রে খবর, ধৃত চোরের নাম নাজির (২২)। জেরার মুখে সে জানিয়েছে, সে কয়েকদিন ধরে ওই এটিএমের উপর নজর রাখছিল। সে বুঝতে পারে, সেখানে কোনও নিরাপত্তারক্ষী নেই। ফলে চুরি করতে বাধা নেই ভেবে সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ সে গ্যাস কাটার দিয়ে এটিএম কাটতে যায়। তাকে যাতে চেনা নায়, সেটা নিশ্চিত করার জন্য কাপড় দিয়ে মুখ ঢাকে সে। এটিএমের তিনটি সিসিটিভি ক্যামেরাও কালো কাপড় দিয়ে ঢেকে দেয় সে। এমনকী, আঙুলের ছাপও যাতে না পাওয়া যায়, সেটা নিশ্চিত করার জন্য সে গ্লাভস পরে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।
ওই এটিএমের সিসিটিভি ক্যামেরা কালো হয়ে গিয়েছে দেখেই সতর্ক হয়ে যান সংশ্লিষ্ট ব্যাঙ্কের প্রধান শাখার এক কর্মী। তিনি পুলিশে খবর দেন। পুলিশ ওই এটিএমে গিয়ে দেখে, শাটার অর্ধেক নামানো রয়েছে এবং দরজা বন্ধ। পুলিশকর্মীরা জোর করে দরজা খুলে নাজিরকে গ্রেফতার করেন। তাকে জেরা করে জানা গিয়েছে, সে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটি বেসরকারি সংস্থায় কাজ করত। আরও ভাল চাকরি পাওয়ার আশায় নয়াদিল্লিতে আসে সে। কিন্তু এখানে এসে চুরির ঘটনায় জড়িয়ে পড়ল। সম্প্রতি দক্ষিণ-পশ্চিম দিল্লিতে একটি এটিএম মেশিন চুরির ঘটনাতেও নাজির জড়িত কি না, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
বিনোদনের
Advertisement