এক্সপ্লোর
ভাল ছাত্ররা পরবে সাদা জামা, লাল চেক জামা পিছিয়ে পড়াদের; কেরলের স্কুলে আজব ফতোয়া

তিরুঅনন্তপুরম: ছেলে পড়াশোনায় ভাল? তাহলে সে পরবে সাদা জামা। একটু পিছিয়ে রয়েছে? যান, তার জন্য লাল চেক শার্টের ব্যবস্থা করুন গে। নইলে ভাল আর খারাপ ছাত্র মিলে মিশে গেলে স্যারদের পড়াতে অসুবিধে হবে না? হ্যাঁ, কেরলের এক বেসরকারি স্কুল এমনই আজব নির্দেশ জারি করেছে। স্কুলটির নাম আল ফারুকি ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিকানা মালাপ্পুরম জেলা। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, এর ফলে ছাত্রদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হবে, পিছিয়ে থাকা পড়ুয়া চাইবে ভাল ফল করে নিজের জন্য সাদা জামার ব্যবস্থা করতে। কিন্তু এই বক্তব্য খারিজ করে দিয়েছেন অভিভাবকরা। তাঁদের মতে, এর ফলে লাল চেক জামা পরা পড়ুয়াদের মধ্যে হীনমন্যতা বাড়বে, বাড়বে ভাল-খারাপের বৈষম্য। এ নিয়ে রাজ্য সরকারের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা। রাজ্য শিক্ষা দফতর এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে। আল ফারুকি গ্রুপ জানিয়েছে, এখনই ওই দুরকম ইউনিফর্ম বাতিল করে দেওয়া হচ্ছে, অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















