এক্সপ্লোর
Advertisement
রাহুল লুকিয়ে কেন? প্রশ্ন তোলায় দলীয় নেত্রীকে বহিষ্কার করল কংগ্রেস
নয়াদিল্লি: রাহুল গাঁধী লুকিয়ে কেন? কেন তিনি নিজেরই দলের সদস্যদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন? এই প্রশ্ন করায় দল থেকে বরখাস্ত করা হল দিল্লি কংগ্রেসের মহিলা শাখার প্রধান থাকা বরখা শুক্ল সিংহকে। ৬ বছরের জন্য তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বরখার অভিযোগ, রাহুল শুধু স্তাবকদের নিয়ে আগ্রহী, যে নেতারা প্রশ্ন তোলেন, কারণ জানতে চান, তাঁদের নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই। শুধু এ জন্য দল একাধিক বরিষ্ঠ নেতা হারিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এক বিবৃতিতে রাহুলকে তিনি মানসিকভাবে অযোগ্য বা মেন্টালি আনফিট বলেও বর্ণনা করেন। এরপরেই আজ সকালে তাঁকে বহিষ্কার করা হয়।
এর আগে গতকাল বরখা জানান, তিনি দিল্লিতে দলের মহিলা শাখার প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। কিন্তু দল ছাড়েননি। গাঁধী পরিবারের বিরুদ্ধে প্রশ্ন তোলায় দল বহিষ্কার করে তাঁকে। কংগ্রেস জানায়, দিল্লি পুর নির্বাচনের আগে দলবিরোধী কার্যকলাপের জন্য ৬ বছরের জন্য তিনি বহিষ্কৃত হলেন।
বরখা কারও নাম না বলেছেন, দলের সবথেকে বর্ষীয়াণ নেতারা মনে করেন, রাহুল কংগ্রেস চালানোর পক্ষে মানসিকভাবে অযোগ্য। কিন্তু কেন তাঁরা এটা প্রকাশ্যে বলেন না, তা জানেন না তিনি। দিল্লি কংগ্রেস প্রধান অজয় মাকেনের বিরুদ্ধে তিনি তাঁর ও মহিলা কংগ্রেসের বেশ কয়েকজন নেত্রীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন। এ নিয়ে নাকি সনিয়া গাঁধীকে জানানো হয়েছে কিন্তু কোনও ব্যবস্থা নেননি তিনি।
এ সপ্তাহের শুরুতে কংগ্রেস ছেড়েছেন দিল্লি কংগ্রেসের সর্বাধিক পরিচিত শিখ মুখ ও প্রাক্তন মন্ত্রী অরভিন্দর সিংহ লাভলি। দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement