এক্সপ্লোর
Advertisement
রাজ্যসভায় পাশ তিন তালাক বিল, বাপের বাড়ি থেকে টাকা না আনায় ‘তিন তালাক’! ইদুর মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর
ওল্ড সিটির করঞ্জ এলাকার বাসিন্দা ওই মহিলা বলেছেন, ইসলামি আইন অনুসারে আমি এখন বিবাহবিচ্ছিন্না মহিলা। এটা মেনে নিতে হবে আমায়। কিন্তু তবুও আমি ন্যয়বিচার চাই।
আমদাবাদ: তিন তালাককে ফৌজদারি, শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে রাজ্যসভায় মঙ্গলবার সন্ধ্যায় যখন বিল পাশ হল, প্রায় তখনই স্বামী তিন তালাক দেওয়ায় ইদুর মারা ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এখানকার এক মহিলা। তবে তিনি বেঁচে গিয়েছেন। বুধবার সকালে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
কোন ঘটনা তাঁকে চরম পদক্ষেপ করতে বাধ্য করেছে, সে ব্যাপারে তিনি বলেন, গতকাল সন্ধ্যায় স্বামী আমায় বাবার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে আসতে বলে। আমি রাজি হইনি। ও রেগে গিয়ে আমার ছোট মেয়েকে মারে, মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। দুই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আমি বাপের বাড়ি যাই। স্বামী সেখানে হাজির হয়। তিনবার তালাক বলে আমায় ডিভোর্স দেয়। এটা সহ্য করতে না পেরে আমি নিজেকে শেষ করে দিতে চাই।
ওল্ড সিটির করঞ্জ এলাকার বাসিন্দা ওই মহিলা বলেছেন, ইসলামি আইন অনুসারে আমি এখন বিবাহবিচ্ছিন্না মহিলা। এটা মেনে নিতে হবে আমায়। কিন্তু তবুও আমি ন্যয়বিচার চাই। মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করার পর তাঁর বাবা জামাই ও তার বাবা-মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ (বিবাহিত মহিলার প্রতি নিষ্ঠুরতা) ধারায় অভিযোগ দায়ের করেন।
তবে করঞ্জ থানার ইনস্পেক্টর এফএম নয়াব অভিযোগনামায় কেবলমাত্র ডিভোর্সের হুমকির কথা বলা হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, অভিযোগটা হল, মহিলার স্বামী তাকে হুমকি দিয়েছে যে, টাকার ব্যবস্থা না হলে ডিভোর্স দেবে। তিন তালাকের কোনও উল্লেখ তাতে নেই। তবে প্রয়োজনে সেদিকটাও খতিয়ে দেখা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement