এক্সপ্লোর
ছেলে বাবার সঙ্গে থাকতে চেয়েছে, হায়দরাবাদে নাবালকের গোপনাঙ্গে গরম চামচের ছ্যাঁকা দিলেন মা

হায়দরাবাদ: জীডিমেটলা এলাকার বাসিন্দা এক মহিলা তাঁর ৯ বছরের ছেলের গোপনাঙ্গে গরম চামচের ছ্যাঁকা দিয়েছেন বলে অভিযোগ। দ্বিতীয় স্বামীর সাহায্যে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। অভিযুক্ত মহিলার নাম অনুষা। ২০০৫-এ তিনি বিয়ে করেন সঙ্গারেড্ডি শহরের বাসিন্দা মুরলী কৃষ্ণকে। তাঁদের দুই ছেলে, একজনের বয়স ১১, অন্যজনের ৯। কিন্তু মাসপাঁচেক আগে পারিবারিক গন্ডগোলের জেরে অনুষা ২ ছেলেকে নিয়ে বেরিয়ে যান। বিয়ে করেন অশোক রেড্ডি নামে একজনকে। পুলিশ জানিয়েছে, ছোট ছেলেটি চেয়েছিল, বাবার সঙ্গে থাকতে। তাই অনুষা ও তার দ্বিতীয় স্বামী তাকে নিয়মিত মারধর করতেন। এমনকী চামচ পুড়িয়ে তার গোপনাঙ্গে ছ্যাঁকা দিতেও তাঁদের হাত কাঁপত না। কোনওমতে মায়ের বাড়ি থেকে পালিয়ে বাবা মুরলী কৃষ্ণর কাছে এসে পড়ে ছেলেটি। তারপরেই জানাজানি হয় গোটা ঘটনা। জীডিমেটলা পুলিশ স্টেশনে মুরলীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুই অভিযুক্ত ফেরার, তাদের খোঁজে তল্লাশি চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















