এক্সপ্লোর
Advertisement
আরেক পুরুষের সঙ্গে সম্পর্ক, আড়াল করতে দেড় মাসের সন্তানকে মেরে খালে! গ্রেফতার মহিলা
পুলিশ অফিসারটি জানান, পুলিশ পুত্রসন্তানের খোঁজখবর করতে অভিযুক্ত মহিলার বাড়ি গেলে তিনি প্রথমে হাসপাতালে বাচ্চার চিকিত্সা চলছে বলে তাঁদের জানান। তবে লাগাতার জেরায় চাপে পড়ে শেষ পর্যন্ত অপরাধ কবুল করেন তিনি।
ভদোদরা: নিজের দেড় মাসের পুত্রসন্তানকে হত্যা করে খালে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক মহিলা। এটি ভদোদরার পাশের কায়রা জেলার ঘটনা, গত ২৩ মে মৃত শিশুটির দেহ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এক সরকারি অফিসার বলেন, আশপাশের বিভিন্ন হাসপাতালে খোঁজখবর করা হয়। স্থানীয় পুরসভাগুলির জন্ম সংক্রান্ত রেজিস্টারও খতিয়ে দেখে পুলিশ। তা থেকেই নিশ্চিত হওয়া যায় যে, আশা রাঠোর নামে অভিযুক্ত আনুমানিক ৩০ বছর বয়সি মহিলা সম্প্রতি নাদিয়াদ সিভিল হাসপাতালে একটি পুত্রসন্তান প্রস্তাব করেছেন। কাথলাল থানার পুলিশ অফিসার ডি কে রাওল বলেন, ২০০৯ সালে আশার বিয়ে হয়, দুটি বাচ্চাও আছে। কিন্তু স্বামীর সঙ্গে তাঁর আদালতে একটি মামলা চলছে। ২০১৫ থেকে দুজনে আলাদাও থাকছিলেন।
পুলিশ অফিসারটি জানান, পুলিশ পুত্রসন্তানের খোঁজখবর করতে অভিযুক্ত মহিলার বাড়ি গেলে তিনি প্রথমে হাসপাতালে বাচ্চার চিকিত্সা চলছে বলে তাঁদের জানান। তবে লাগাতার জেরায় চাপে পড়ে শেষ পর্যন্ত অপরাধ কবুল করেন তিনি। অফিসারটি বলেন, উনি আমাদের জানান, আরেক পুরুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের ফলে বাচ্চাটি জন্মায়। সমাজ ও আত্মীয় পরিজনেদের তিরস্কার, সমালোচনা এড়াতে তিনি বাচ্চাটিকে গলা টিপে মেরে খালে দেহটি ফেলে দেন।
মহিলার বিরুদ্ধে খুনের অভিযোগ এনে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে জানান অফিসার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement