এক্সপ্লোর
Advertisement
শাশুড়ি, সন্তানকে খুনে দোষী তথ্যপ্রযুক্তি কর্মী, সহকর্মী প্রেমিক
তিরুবনন্তপুরম: ৩ বছরের শিশুকন্যা ও এক মহিলাকে খুনের অপরাধে আজ এক তথ্য প্রযুক্তি কর্মী ও তার সহকর্মী প্রেমিকাকে দোষী সাব্যস্ত করল কোর্ট।
বিচারের সময় এই মামলাকে বিরলের চেয়েও বিরলতম ঘটনা বলে অপরাধীদের চরম শাস্তির পক্ষে রায় দেন সরকারি আইনজীবী। যদিও দুই অপরাধীর দাবি, তারা নিরপরাধ।
জানা গিয়েছে দুই অপরাধীর নাম নিনো ম্যথ্যু ও অনু শান্তি। দুজনেই টেকনোপার্কের তথ্যপ্রযুক্তি কর্মী। শান্তির মেয়ে স্বস্তিকা ও তার শাশুড়ি ওমানাকে ম্যাথু খুন করে বলে অভিযোগ। শুধু তাই নয়, শান্তির স্বামী লিজেশকে খুনের চেষ্টা করে বলেও জানা গিয়েছে। জখম অবস্থায় কোনওক্রমে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান লিজেশ। প্রতিবেশীদেরও সাবধান করে দেন তিনি।
সরকারি আইনজীবী বিনীত কুমার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ১২০বি ধারায় ষড়যন্ত্র, ৩০২ ধারায় খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৪৪৯ ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশ, ২০১ ধারায় প্রমাণ লোপাটের চেষ্টা, ৩৮০ ধারায় চুরি এবং ৬৭এ ধারায় তথ্যপ্রযুক্তি ধারায় মামলা রুজু হয়েছে।
এই মামলায় ৮৫ টি নথি, ৪১ টি তথ্যপ্রমাণের পাশাপাশি সাক্ষী রয়েছে ৪৯ জন।
অভিযুক্তদের ল্যাপটপের ভিডিও ফুটেজও খতিয়ে দেখা হয়েছে বলে জানা গিয়েছে। খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও রক্তমাখা কাপড় বাজেয়াপ্ত করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement