এক্সপ্লোর
Advertisement
এবার 'বিগ বস'-এ নারী আন্দোলনের নেত্রী তৃপ্তি!
পুণে: 'বিগ বস'-এ অংশগ্রহণের অফার দেওয়া হয়েছে নারী অধিকার কর্মী তৃপ্তি দেশাইকে। এমনই দাবি করলেন তিনি নিজেই। তবে অংশগ্রহণের জন্য একটি শর্ত রেখেছেন তিনি। শর্তটি হল, এই সিরিজে 'বিগ বস'-এর ভয়েসওভারে পুরুষকন্ঠের বদলে মহিলা কন্ঠ ব্যবহার করতে হবে।
প্রসঙ্গত, ভূমাতা ব্রিগেডের সক্রিয় কর্মী দেশাই শুধু নারী অধিকারই নয়, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। মহারাষ্ট্রের শনি সিঙ্গনাপুর মন্দিরে মেয়েদের প্রবেশাধিকার নিয়ে প্রচার করেছেন তিনি। এছাড়াও অন্যান্য যে সমস্ত মন্দিরে মেয়েদের প্রবেশাধিকার ছিল না, সেইসব ক্ষেত্রেও প্রচার চালিয়ে গিয়েছেন তিনি।
দেশাই জানিয়েছেন, 'কালার্স' চ্যানেলের থেকে আগামী সেশনের জন্য অফার দেওয়া হয়েছে তাঁকে। শর্ত মেনে নিলে 'বিগ বস' হাউসে যাওয়া জন্য তিনিও প্রস্তুত। সেই সঙ্গে দেশাই আরও বলেন, আমি জানি, 'বিগ বস'-এর ভয়েসওভার মহিলা কন্ঠে করা খুবই মুশকিল। কিন্তু তারা যদি আশ্বস্ত করে, আমিও রাজি 'বিগ বস'-এর প্রতিযোগী হতে। তিনি আরও বলেন, 'বিগ বস'-এর মতো একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে লিঙ্গ-সমতা নিয়ে প্রচার চালানোর সুযোগ পাবেন তিনি।
উল্লেখ্য, জনপ্রিয় এই রিয়েলিটি শো শুরুর সময় থেকেই পুরুষকন্ঠের ভয়েসওভার ব্যবহার করা হয়। এই সেশনে কী হবে এখনও কিছুই খোলসা করেনি বিগ বস। অংশগ্রহণকারীদের নামও ঘোষণা করা হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement