এক্সপ্লোর
Advertisement
অবসর নিয়ে ওবামা সপরিবারে ভারতে চলে আসবেন! কটাক্ষ শিবসেনার
মুম্বই: নরেন্দ্র মোদী, বারাক ওবামার বোঝাপড়া নিয়ে কটাক্ষ শিবসেনার। ভারত ও পাকিস্তান---দু দেশের প্রতি ‘দু মুখো’ নীতি আমেরিকার, এমনও অভিযোগ উদ্ধব ঠাকরের দলের।
দলীয় মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে শিবসেনা বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাল বন্ধু হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওদের সম্পর্ক এতটাই গভীর যে, আমরা তো ভেবেই কূল পাচ্ছি না, ওবামা অবসর নিলে পরিবার সমেত সুরাট, রাজকোট, পোরবন্দর, মানালি, মহাবালেশ্বর না দিল্লি—কোথায় পাকাপাকি বাসা বদলাবেন! অতীতে আর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের এত ভালবাসা পাননি।
প্রসঙ্গত, ওবামার ২০১৭-এর ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হচ্ছে।
শিবসেনা বলেছে, প্রয়োজনের সময় ভারতের পাশে থাকায় মোদী আমেরিকাকে ধন্যবাদ দিয়েছেন, এটা তাঁর সৌজন্য। কিন্তু সেই আমেরিকাই যে পাকিস্তানকে অর্থ বা অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করার নীতি বন্ধ করেনি। একদিকে সন্ত্রাসবাদ দমনে ভারতকে আমেরিকা সাহায্য করে, অন্যদিকে সন্ত্রাসবাদী দেশটিকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়। আমেরিকার এহেন নীতি বিপজ্জনক।
পঠানকোট হামলায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে আমেরিকা পাকিস্তানকে সাবধান করেছে, এ কথা উল্লেখ করে শিবসেনার প্রশ্ন, কিন্তু ব্যবস্থা নেবে কে! তারা বলেছে, নিজের শত্রু (সম্ভবত লাদেনের কথাই বলা হয়েছে) যে দেশে থাকে, সেখানে হানা দিয়ে তাকে গুলি করে মারতে পারে আমেরিকা, কিন্তু ভারতের ক্ষেত্রে শুধু হুঙ্কার দিয়েই ক্ষান্ত হয়। এই দ্বিচারিতা বোঝা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement