এক্সপ্লোর
Advertisement
ইয়াকুব মেমনের কবরস্থল বিক্রির অভিযোগ, দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর
১৯৯৩ সালের মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ-কাণ্ডের অন্যতম দোষী ইয়াকুব মেমনের ফাঁসি হয়েছিল নাগপুর সেন্ট্রাল জেলে ২০১৫ সালের ৩০ জুলাই। তাকে কবর দেওয়া হয়েছিল দক্ষিণ মুম্বইয়ের বড়া কবরস্থানে। শনিবার মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কবরস্থান বিক্রির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হয়েছে।
মুম্বই: ১৯৯৩ সালের মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ-কাণ্ডের অন্যতম দোষী ইয়াকুব মেমনের ফাঁসি হয়েছিল নাগপুর সেন্ট্রাল জেলে ২০১৫ সালের ৩০ জুলাই। তাকে কবর দেওয়া হয়েছিল দক্ষিণ মুম্বইয়ের বড়া কবরস্থানে। শনিবার মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কবরস্থান বিক্রির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হয়েছে।
মুম্বই পুলিশের এক অফিসার জানিয়েছেন, গত মার্চে ইয়াকুবের এক আত্মীয় লোকমান্য তিলক মার্গ থানায় গিয়ে কবরস্থানটি দখলের অভিযোগ দায়ের করেন। ওই পুলিশ অফিসারের কথায়, ’’ওই কবরখানায় ইয়াকুবের পরিবারের সাতটি কবর দেওয়ার জায়গা ছিল। ইয়াকুবের কবরস্থানটির সঙ্গে আরও তিনটি কবরস্থান ৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল ইয়াকুবের পরিবার।‘‘
ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ জালিয়াতি, প্রতারণার অভিযোগ দায়ের করেছে। ওই পুলিশ অফিসার জানিয়েছেন, করোনা আবহে তদন্তের কাজে অনেক অসুবিধা হচ্ছে। ইয়াকুবের আর এক ভাই টাইগার মেননও মুম্বইয়ে ধারবাহিক বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত। কবরখানায় জায়গা দখলের অভিযোগে গত ১৯ মার্চ অভিযোগ দায়ের করছিল ইয়াকুবের পরিবার। যে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাঁদের মধ্যে এক জন জামা মসজিদের বোম্বে ট্রাস্ট্রের ট্রাস্টি এবং অপর জন বোম্বে জামা মসজিদের ট্রাস্টের ম্যানেজার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement