প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত টুইট যুব কংগ্রেসের, চাইল ক্ষমা

নয়াদিল্লি: কংগ্রেসের যুব সংগঠন ইউথ কংগ্রেসের অনলাইন ম্যাগাজিনের টুইটার হ্যান্ডল ‘যুব দেশ’-এর পোস্ট করা একটি ছবি ঘিরে জোর বিতর্ক।
টুইটে দেওয়া ছবিতে দেখানো হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে তামাশা করা হয়েছিল। ছবিতে ছিলেন প্রধানমন্ত্রী মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। ছবিতে দেখানো হয়েছে ট্রাম্প ও মের্কেলকে মোদী বলছেন, ‘আপনারা দেখেছেন, বিপক্ষ কেমেন সব মেমে বানাচ্ছে?’ সেখানে ট্রাম্পকে বলতে দেখা যাচ্ছে, ‘একে মেমে নয়, মীম বলা হয়।’ আবার মের্কেল বলছেন, ‘তুই চা বেচ।’

গোটা বিষয়টি থেকে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলেছে কংগ্রেস। তারা জানিয়েছে, ‘যুব দেশ’ টুইটার হ্যান্ডলের দায়িত্বে যুব কংগ্রেস নয়, কয়েকজন যুব স্বেচ্ছাসেবক রয়েছেন। এধরনের ছবি আমরা সমর্থন করি না। যা ঘটেছে তার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি। বিতর্কিত ছবিটি ডিলিট করে দেওয়া হয় অ্যাকাউন্ট থেকে।
https://twitter.com/RajaBrar_INC/status/932987636494434305এই পোস্ট নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। গুজরাতের মুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডলে বিতর্কিত পোস্টকে রিটুইট করে কংগ্রেসকে গরিব-বিরোধী ও শ্রেণি-বিভাজনকারী বলে কটাক্ষ করেছেন। একইসঙ্গে, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীকেও প্রশ্ন করে জানতে চেয়েছেন, তিনি এধরনের ব্যবহার সমর্থন করেন কি না। সমালোচনার জেরে বিতর্কিত টুইট ডিলিট করে ক্ষমা চেয়ে নেয় যুব কংগ্রেস।
https://twitter.com/vijayrupanibjp/status/932960045423255552





















