নয়াদিল্লি: প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কে নটবর সিংহ প্রয়াত। শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নটবর। ৯৩ বছর বয়সে মারা গেলেন। দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েক সপ্তাহ দরে সেখানে চিকিৎসা চলছি তাঁর। চিকিৎসাধীন থাকাকালীনও তাঁর মৃত্যু হল। (Natwar Singh Dies)


১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্ম নটবরের। রাজনীতিতে পদার্পণের আগে কূটনীতিক ছিলেন। ২০০৪ থেকে '০৫ সাল পর্যন্ত মনমোহন সিংহ সরকারের বিদেশমন্ত্রী ছিলেন। রাজীব গাঁধীর আমলে  তদানীন্তন কেন্দ্রীয় সরকারের খনি, কয়লা এবং কৃষি মন্ত্রীও ছিলেন। রাজীব সরকারে ১৯৮৬-'৮৯ পর্যন্ত বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীও হন। সেই সময়ই রাজনীতিতে পদার্পণ। (Natwar Singh Demise)


১৯৫৩ সালে ২২ বছর বয়সে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন নটবর। ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ব্রিটেনে ভারতের ডেপুটি হাই কমিশনার ছিলেন।  ১৯৭৭ সালে জাম্বিয়ায় ভারতের হাই কমিশনার নিযুক্ত হন। ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানে ভারতের রাষ্ট্রদূতও ছিলেন নটবর। সেই সময় ভারত-পাকিস্তান সংঘাত চরমে। গুরু দায়িত্ব ন্যস্ত হয় তাঁর কাঁধে।



আরও পড়ুন: RG Kar Medical Student Death: গলা টিপে খুনের পর ধর্ষণ তরুণী চিকিৎসককে? RG কর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য





নটবরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'শ্রী নটবর সিংহজির প্রয়াণে বেদনাগ্রস্ত। বিশ্ব কূটনীতি এবং বিদেশ নীতিতে  যথেষ্ট অবদান রয়েছে তাঁর। বিদ্যাবুদ্ধি এবং লেখনী শক্তির জন্য পরিচিত ছিলেন। ওঁর পরিবার এবং অনুগামীদের এই দুঃখের সময় সমবেদনা জানাই। ওম শান্তি'। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও নটবরের মৃত্যুতে শোক প্রকাশ করেন।