NCERT On Operation Sindoor: স্কুল পড়ুয়াদের জন্য এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে বিশেষ মডিউল আনছে NCERT !
NCERT Module Coming Soon On Operation Sindoor: পাকিস্তানকে কীভাবে নাস্তানুবাদ করেছিল ভারতের সামরিক বাহিনী, স্কুল পড়ুয়াদের জন্য এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে বিশেষ মডিউল আনছে NCERT !

নয়াদিল্লি: এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে মডিউল চালু করতে চলেছে NCERT. সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, শিক্ষার্থীদের ওয়াকিবহাল করতেই এই বিশেষ উদ্যোগ।
NCERT to introduce a module soon on Operation Sindoor. Two modules are under preparation- first for Classes 3rd to 8th and second for Classes 9th to 12th. Achievements of India and the armed forces will be described in an 8-10 page module. The aim is to make students aware of…
— ANI (@ANI) July 26, 2025
স্কুল পড়ুয়াদের জন্য এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে বিশেষ মডিউল আনছে NCERT, কী কী থাকছে এই বিশেষ মডিউলগুলিতে ?
মূলত দুটি মডিউল প্রস্তুত করা হচ্ছে। প্রথমটি তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর স্কুল পড়ুয়াদের জন্য। এবার পাশাপাশি অপর মডিউলটি থাকছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য। ৮ থেকে ১০ পৃষ্ঠার বর্ণনায় থাকবে, 'অপারেশন সিঁদুর'-এ ভারতীয় সেনার কর্মদক্ষতা আর মাহাত্মর কথা। মূলত, পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে শিক্ষা দিতে, সংঘর্ষে কীভাবে ইসলামাবাদকে নাস্তানুবাদ করেছিল ভারতের সামরিক বাহিনী এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে কীভাবে প্রতিরক্ষা- সহ মন্ত্রনালয় গুলি এক সঙ্গে ভূমিকা পাল করে, তা স্কুল পড়ুয়াদেরও নজরে আনতেই এই বিশেষ মডিউল তৈরি হতে চলেছে।
শুভাংশু শুক্লা, ডিজিট্যাল ইন্ডিয়া-সহ ভারতের অন্যান্য সাম্প্রতিককালের মহাকাশ অভিযানের সাফল্যও তুলে ধরা হবে
অপরদিকে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শিক্ষামন্ত্রকের দাবি অনুযায়ী, এখানে শুভাংশু শুক্লা, ডিজিট্যাল ইন্ডিয়ার সাফল্য, চন্দ্রযান -৩ মিশন -সহ ভারতের অন্যান্য সাম্প্রতিককালের মহাকাশ অভিযানের সাফল্যও তুলে ধরা হবে। ভারত কীভাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কূটনৈতিক চাপ সৃষ্টি করে তাও থাকবে। যার মধ্য দিয়ে শিশুটির মধ্যে দেশপ্রেম গড়ে উঠবে। পাশাপাশি কোভিড ১৯ এর উপরে একটি পৃথক মডিউলও রাখা হচ্ছে বলে খবর। সবমিলিয়ে এরই মধ্য দিয়ে স্কুলপড়ুয়াদের দৃষ্টিকোণ গড়ে তোলা হবে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)























