Malviya On Mamata: বাংলাদেশি সন্দেহে আটক ১০, মালব্যর নিশানায় মুখ্যমন্ত্রী, 'এবার বেআইনি বাংলাদেশিদের জন্যও কাঁদবেন মমতা ..'
Amit Malviya Attacks CM Mamata : গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক ১০, বিজেপির আইটি সেলের প্রধানের নিশানায় মমতা, কী বললেন অমিত মালব্য ?

নয়াদিল্লি: ভিন রাজ্য়ে বাঙালিদের হেনস্থা, বাংলায় কথা বললেই নির্যাতন। পুলিশি ধরপাকড়। এমন মারাত্মক অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য়- রাজনীতি। আলোড়িত দেশ। এরইমধ্য়ে হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে ১০ জনকে। এবার অমিত মালব্যর নিশানায় মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee will now shed copious tears for illegal Bangladeshis, claiming they “speak Bangla” and should be treated as her guests.
— Amit Malviya (@amitmalviya) July 26, 2025
This isn’t compassion, it is the worst kind of perversion, where language is weaponised to justify illegality.
The Chief Minister of Bengal is… https://t.co/IqFFHGg7iK
আরও পড়ুন, বিহারের পর পশ্চিমবঙ্গেও কি ভোটার তালিকায় বিশেষ সংশোধন?
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন,'এবার বেআইনি বাংলাদেশিদের জন্যও একইরকম কাঁদবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করবেন ধৃতরা বাংলায় কথা বলেন, এবং তাঁর অতিথি হিসেবে গণ্য করা উচিত। এটা সমবেদনা নয়, এটা এক ধরনের সুরক্ষা দেওয়ার চেষ্টা। এটা বেআইনি কাজকে প্রতিষ্ঠা করতে ভাষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের সুরক্ষার সঙ্গে সমঝোতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।'

এদিকে BJP শাসিত হরিয়ানার মুখ্য়মন্ত্রী এই ঘটনা প্রসঙ্গে সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই। তাদের খুব শীঘ্রই রাজ্য থেকে বার করা হবে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, দেশের সুরক্ষায় সমস্যা সৃষ্টিকারী ব্যক্তিদের প্রতি সহানুভূতি দেখানো শুধু দুর্ভাগ্য়জনকই নয়, তা জাতীয় স্বার্থেরও বিরুদ্ধে। এটা অত্যন্ত নিন্দনীয় যে, একজন মুখ্যমন্ত্রী তোষণ এবং ভোট ব্যাঙ্কের রাজনীতি করার জন্য এমন স্তরে নেমে এসেছেন যে, দেশের সুরক্ষার সঙ্গেও আপস করছেন।
ভারতের একতা, সার্বভৌমত্ব এবং সংবিধানের বিরুদ্ধে কোন আপস না হরিয়ানা করবে, না দেশ করবে। আমাদের কাছে দেশের কল্য়াণ সবার আগে, এবং তাই থাকবে। একদিকে, হরিয়ানার মুখ্য়মন্ত্রী যখন এই পোস্ট করছেন, তখন ভিনরাজ্য়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ নিয়ে X POST করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি লিখেছেন,আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন নিউইয়র্কের একটি NGO, যেখানে বিভিন্ন দেশ যুক্ত রয়েছে, তারা, ভারতবর্ষে বিজেপি শাসিত একাধিক রাজ্য়ে যেভাবে বাংলাভাষীদের হেনস্থা, অত্য়াচার করা হচ্ছে, সে বিষয়টি তাদের রিপোর্টে সেটাই বলা হয়েছে, যেটা আমরাও বলছি। বাংলায় কথা বললেই জাত-সম্প্রদায় নির্বিশেষে হেনস্থা করা হচ্ছে এবং সেটা করাচ্ছে বিজেপি।























