এক্সপ্লোর
বিয়ের ২ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা নেহা কক্কড়?
রোহনপ্রীতও ছবিতে লিখেছেন, আব তোহ কুছ জাদা হি খায়াল রাখনা পড়েগা নেহুউউ।

মুম্বই: অক্টোবরে গায়িকা নেহা কক্কড় বিয়ে করেছেন রোহনপ্রীত সিংহকে। এখনই নাকি তিনি গর্ভবতী। সোশ্যাল মিডিয়ায় নেহা এমন একটি ছবি পোস্ট করেছেন, তাতে এমনই অনুমান করছেন ফ্যানেরা।
নেহা নিজে অবশ্য এ নিয়ে কিছু বলেননি। তিনি শুধু একটি পোস্ট করেছেন, সঙ্গে হ্যাশট্যাগ #খায়ালরাখ্খাকর।
রোহনপ্রীতও ছবিতে লিখেছেন, আব তোহ কুছ জাদা হি খায়াল রাখনা পড়েগা নেহুউউ।
সঙ্গে সঙ্গে ফ্যানেরা অনুমান করে নিয়েছেন, বিয়ের পর পরই নেহা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। অনেকে তাঁদের অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সত্যিই তিনি মা হতে চলেছেন কিনা। নেহা যদিও চুপ। অ্যাড শ্যুট বা তাঁর নতুন গানের ছবি কিনা তা অবশ্য জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























