কাঠমান্ডু: নেপালে (Nepal) ভয়াবহ বিমান (Flight) দুর্ঘটনা (Accident)। যার জেরে এখনও পর্যন্ত ৬৮ জনের দেহ উদ্ধার হয়েছে। মাঝ আকাশে যখন ছিল বিমানটি, সেই সময়ই বিমানে আগুন লাগে। বিমানে ৫ ভারতীয়-সহ ১৫ জন বিদেশি ছিলেন। ২ জনকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ৭২ আসনের ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে ৬৮ জন যাত্রী ছাড়াও ৪ জন মেম্বার ছিলেন। যাত্রীদের মধ্যে ২টি শিশুও ছিল।
প্রসঙ্গত, এদিন সকাল ১০টা ৩২-এ কাঠমাণ্ডু থেকে ওড়ে পোখরাগামী বিমানটি। জানা যায়, অবতরণের দশ সেকেন্ড আগে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। সেইসময় বিমানটি ৩২ হাজার ফুট ওপরে ছিল। বিমান চালক ATC-র সিগনাল পাওয়ার পর, বিমানটি আচমকা দ্রুত গতিতে নীচে নেমে আসে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়, এখনও পর্যন্ত এমনটাই জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে যান নেপালের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পোখরা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে বর্তমানে। দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে, গত ১ জানুয়ারি চিনা সহায়তায় তৈরি পোখরা বিমানবন্দরটির উদ্বোধন হয়। উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল।
আরও পড়ুন, অবতরণের আগেই মর্মান্তিক পরিণতি ! নেপালে দুর্ঘটনাগ্রস্ত বিমানে একাধিক ভারতীয়
নেপালের ভারতীয় দূতাবাস হেল্প লাইন নম্বর চালু করেছে।
কাঠমাণ্ডুর হেল্প লাইন নম্বর হল 977-9851107021
এবং পোখরার হেল্প লাইন নম্বর 977-9856037699।