নয়াদিল্লি: এবার দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) বসছে নেতাজির (Netaji Subhas Chandra Bose) স্ট্যাচু। ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে গ্র্যানাইটে তৈরি তাঁর মূর্তির উদ্বোধন করা হবে। ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে এই মূর্তি। যতদিন না মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়। ২৩ জানুয়ারি সেই হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন হবে। ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।  সরকারি সূত্রে খবর, ১৯৬৮ সালে ইন্ডিয়া গেট থেকে রাজা পঞ্চম জর্জের মূর্তিটি সরিয়ে নেওয়া হয়। এবার সেই জায়গাতেই বসছে ২৮ ফুট উঁচু ও ৬ ফুট দৈর্ঘ্যের নেতাজি মূর্তি।  






 





এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “নেতাজির স্ট্যাচু বসানোর এটা আনন্দের বিষয়। যে যেখানে নেতাজিকে শ্রদ্ধা জানাতে যা পদক্ষেপ নেবেন দেশপ্রেমিক বাঙালি হিসেবে তা সমর্থন করি। তাহলে নেতাজির ট্যাবলো বাতিল করছেন কেন? নেতাজিকে সমর্থন জানাচ্ছেন অথচ অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দিচ্ছেন কেন?’’  তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি যেখানে বসানো হবে তাঁকে স্বাগত জানাব। কিন্তু তাঁর সঙ্গে এক্ষেত্রে সংযোজন থাকবে কে বসাচ্ছেন এবং কেন বসাচ্ছেন? প্রকৃত শ্রদ্ধা জানাতে কী করা দরকার এবং কী করা হচ্ছে? ট্যাবলো এবং বাংলাকে অপমান করা হয়েছে। তাঁর মুখরক্ষার জন্য নেতাজিকে সামনে রাখছেন, কিন্তু বাংলাকে বাদ দেওয়া হচ্ছে। নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানে কোন পদক্ষেপ নিচ্ছেন নরেন্দ্র মোদি?’’


এদিকে নিভতে চলেছে দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। সেই অগ্নিশিখা নিয়ে গিয়ে মিলিয়ে দেওয়া হবে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে, দাবি সরকার পক্ষের। ১৯৭১-এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাদের স্মৃতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমর জওয়ান জ্যোতি স্মৃতিসৌধের উদ্বোধন করেন। ৫০ বছর পর, মোদি সরকারের আমলে নিভতে চলেছে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা। সমালোচনায় সরব রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের ট্যুইট, ভারতীয় সেনাদের বীরত্বের নিদর্শন হিসেবে যে অনির্বাণ শিখা এতদিন জ্বলছিল, তা এবার নিভতে চলেছে। এটা দুঃখজনক। কিছু মানুষ দেশাত্মবোধ ও আত্মত্যাগের মানে বোঝেন না। কোনও সমস্যা নেই। আমরা আবার অমর জওয়ান জ্যোতি জ্বালাব।


আরও পড়ুন: Amar Jawan Jyoti: নিভছে না, দু’টি শিখা মিলিয়ে দেওয়া হচ্ছে, ‘অমর জওয়ান জ্যোতি’ নিয়ে ব্যাখ্যা কেন্দ্রের