নয়াদিল্লি: সরকারি কর্মীদের পেনশন সংক্রান্ত নানা সমস্যাগুলি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর্থিক দিকটি নজরে রেখেই কর্মীদের প্রয়োজনের বিষয়গুলিও নজরে রাখার চেষ্টা করা হোক বলে বার্তা দিয়েছেন।
সরকারি কর্মীদের জন্য জাতীয় পেনশন ব্যবস্থা উন্নত করা দরকার বলেও একটি পরামর্শ এসেছে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন।
তিনি বলেন, 'আমি পেনশনের এই বিষয়টি দেখার জন্য অর্থ সচিবের অধীনে একটি কমিটি গঠনের প্রস্তাব করছি এবং সাধারণ নাগরিকদের জন্য জন্য আর্থিক প্রয়োজনের দিকটি মাথায় রেখেই সরকারি কর্মীদের প্রয়োজনীয়তার বিষয়গুলিও মেটানোর জন্য একটি রাস্তা তৈরি করার প্রস্তাব করছি। পদ্ধতিটি কেন্দ্র ও রাজ্য দুইয়ের কথা ভেবেই তৈরি করা হবে।'
আরও পড়ুন: লোকসভায় পাশ অর্থবিল, Debt Mutual Fund-এ কী বদল! আর কী কী?