Supreme Court: বিপরীত লিঙ্গের হলেই কি ভাল বাবা-মা হওয়া যায়? সমকামীদের সন্তান দত্তক নিয়েও বিভক্ত আদালত

Same Sex Marriage: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলছিল।

নয়াদিল্লি: প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা জানিয়ে সমলিঙ্গের বিবাহ কেন্দ্রের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। সমকামী যুগলদের সন্তান দত্তক নেওয়ার পক্ষে সওয়াল করেও, পিছিয়ে এল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

Related Articles