এক্সপ্লোর
লোকসভা ভোটে মডেল নির্বাচনী আচরণ লঙ্ঘন মামলায় জয়াপ্রদার বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা
গত সাধারণ নির্বাচনে রামপুর কেন্দ্রে তিনি ১ লক্ষের বেশি ভোটে পরাস্ত হন সপা-র আজম খানের কাছে।

রামপুর (উত্তরপ্রদেশ): বিপাকে পড়তে পারেন জয়া প্রদা। ২০১৯ এর লোকসভা ভোটের প্রচারে মডেল নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা জারি করেছে রামপুরের এক আদালত। মামলার পরের শুনানির দিন ২০ এপ্রিল। সমাজবাদী পার্টি (সপা) ছেড়ে ৫৭ বছর বয়সি প্রাক্তন বলিউড অভিনেত্রী বিজেপিতে গিয়েছেন কয়েক বছর আগে। গত সাধারণ নির্বাচনে রামপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। তবে তিনি ১ লক্ষের বেশি ভোটে পরাস্ত হন সপা-র আজম খানের কাছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























