বালেশ্বর: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Balasore Train Accident)। দুঃস্বপ্নের যাত্রায় এখন সারি সারি মৃতদেহ। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। 'অত্যন্ত দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনা', সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন নবীন পট্টনায়ক। 


বালেশ্বরের দুর্ঘটনাস্থলে ওড়িশার মুখ্যমন্ত্রী


'অত্যন্ত দুর্ভাগ্যজনক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। আমি স্থানীয় মানুষ, সাধারণ মানুষ ও বাকি যারা সারারাত ধরে কাজ করে এই অবস্থা থেকে মানুষদের উদ্ধারের চেষ্টা করেছে তাদের ধন্যবাদ দেব', সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নবীন পট্টনায়ক। তিনি আরও বলেন, 'রেলওয়ে নিরাপত্তাকে সর্বদা অগ্রাধিকার দেওয়া উচিত।'


 






মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'আহতদের বালেশ্বর ও কটকের হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা সুস্থ হয়ে উঠতে পারেন।'


প্রসঙ্গত, শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী। রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি আগেই সেখানে পৌঁছন। শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ' এটা একটা  ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। শুক্রবারই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।'                                        


আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও


করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। শুক্রবার রাতে ট্যুৃইটে এ কথা জানান  রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি লেখেন , ওড়িশায় মর্মান্তিক এই রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।  গুরুতর আহতদের ২ লক্ষ এবং কম আঘাত পেয়েছেন যাঁরা , তাঁদের ৫০ হাজার টাকা করে  সাহায্য দেওয়া হবে।